RCB, IPL 2024: এক নয়, সামনে ৪ লক্ষ্য; ইডেনে কি ইতিহাস বদলাতে পারবে RCB?
IPL 2024: ফাফ ডু'প্লেসির আরসিবি এ বারের আইপিএলের পয়েন্ট টেবলের লাস্ট বয়। টানা ৫টা ম্যাচ হেরে একেবারে বিধ্বস্ত বিরাট কোহলি-মহম্মদ সিরাজদের টিম। ইডেনে আরসিবির সামনে আজ শ্রেয়স আইয়ারের কেকেআর। আর এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে রয়েছে মোট ৪টে লক্ষ্য।
কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে অনেক সময় ইনক্রেডিবল প্রিমিয়ার লিগও বলে থাকেন ক্রিকেট প্রেমীরা। ১৭তম আইপিএল অন্য বারের থেকে একটু আলাদা। এ বারের আইপিএলে রানের বন্যা বইয়ে দিচ্ছে একাধিক টিম। তাতে অবশ্য সবচেয়ে প্রথমে রাখতে হবে সানরাইজার্স হায়দরবাদকে। চলতি আইপিএলে একের পর এক ম্যাচে নিজেদের গড়া সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে চলেছে অরেঞ্জ আর্মি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছে হায়দরাবাদ। তা আরসিবির বিরুদ্ধে চলতি আইপিএলে। মাত্র ৩ উইকেট হারিয়ে কামিন্সের টিম ২৮৭ রান তুলেছিল বিরাটদের বিরুদ্ধে। আর সেখানে আরসিবি হল এমন টিম, যারা আইপিএলের (IPL) ইতিহাসে মাত্র ১ বারই দু’শোর বেশি টার্গেট তাড়া করে জিতেছে। ইডেনে কি এ বার সেই ইতিহাস বদলাতে পারবে আরসিবি (RCB)?
আরসিবি এ বারের আইপিএলের পয়েন্ট টেবলের লাস্ট বয়। টানা ৫টা ম্যাচ হেরে একেবারে বিধ্বস্ত বিরাট-সিরাজদের টিম। ইডেনে আরসিবির সামনে রয়েছে মোট ৪টে লক্ষ্য। প্রথমত, ইডেন গার্ডেন্সে শ্রেয়স আইয়ারের কেকেআরের দেওয়া ২২৩ রানের লক্ষ্য। দ্বিতীয়ত, আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বার ২০০-র বেশি রান তাড়া করে জেতার লক্ষ্য। তৃতীয়ত, টানা ৫ ম্যাচ হারের পর একটা জয়ের লক্ষ্য। চতুর্থ, অ্যাওয়ে ম্যাচে সবুজ জার্সি পরে প্রথম বার জয়ের লক্ষ্য।
অতীতে ২০১০ সালের আইপিএলে পঞ্জাবের বিরুদ্ধে ২০৪ রানের টার্গেট সফল ভাবে পূরণ করে আরসিবি। তারপর আর এক বারও দু’শোর বেশি রান তাড়া করে জিততে পারেননি বিরাট কোহলি। উল্লেখ্য, সবুজ জার্সি পরে আরসিবি এই ম্যাচের আগে অবধি মোট ১৩বার খেলেছে। তাতে ৪টি ম্যাচ জিতেছিলেন বিরাটরা। হার ৮টিতে এবং একটি ম্যাচ অমীংসিত। এ বার সবুজ জার্সিতে আরসিবির ম্যাচ বিশেষ একটাই কারণে। কারণ, এই জার্সি পরে আরসিবি বরাবর চিন্নাস্বামীতে বিকেলের ম্যাচে খেলে। এই প্রথম বার অ্যাওয়ে ম্যাচে সবুজ জার্সি পরে খেলছে আরসিবি।
উল্লেখ্য, কেকেআরের বিরুদ্ধে পাওয়ার প্লে অবধি ২ উইকেট হারিয়ে ৭৪ রান তুলছে আরসিবি। ক্রিজে ৪০ রানে অপরাজিত উইল জ্যাকস। আর ৬ রানে অপরাজিত রজত পাতিদার।