Rohit Sharma: রোহিত শর্মার জন্য তোলা রয়েছে ৫০ কোটি… সবটা পরিষ্কার করলেন LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কা

IPL 2025 Auction: আগামী আইপিএলের নিলাম নিয়ে জোর আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। এরই মাঝে শোনা গিয়েছে লখনউ সুপার জায়ান্টস নাকি রোহিত শর্মাকে (Rohit Sharma) দলে নেওয়ার জন্য ৫০ কোটি আলাদা করে তুলে রেখেছে। এই প্রসঙ্গে কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা?

Rohit Sharma: রোহিত শর্মার জন্য তোলা রয়েছে ৫০ কোটি... সবটা পরিষ্কার করলেন LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কা
Rohit Sharma: রোহিত শর্মার জন্য তোলা রয়েছে ৫০ কোটি... সবটা পরিষ্কার করলেন LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কা
Follow Us:
| Updated on: Aug 29, 2024 | 2:14 PM

কলকাতা: আইপিএল নিয়ে হঠাৎ করেই জোর আলোচনা চলছে। আসলে এ বছর রয়েছে মেগা নিলাম। ১০ ফ্র্যাঞ্চাইজি কোমর বেঁধে দল সাজানোর জন্য নিলামে ঝাঁপাবে। যে কারণে মাঝে মাঝেই ভারতীয় ক্রিকেট মহলে আগামী আইপিএলের মেগা নিলাম নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির মালিকরা বোর্ডের সঙ্গে আলোচনায় বসেছিল। আর সম্প্রতি লোকেশ রাহুলের (KL Rahul) সঙ্গে এক মিটিং করেছেন লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। রাহুল কি পঁচিশের আইপিএলে লখনউতে থাকবেন? তা নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। সঞ্জীব গোয়েঙ্কা তা পরিষ্কার না জানালেও রাহুলের প্রশংসা করেছেন। এরই মাঝে শোনা গিয়েছে, লখনউ নাকি রোহিত শর্মাকে (Rohit Sharma) দলে নেওয়ার জন্য ৫০ কোটি আলাদা করে তুলে রেখেছে। এই প্রসঙ্গে কী বললেন সঞ্জীব গোয়েঙ্কা?

মুম্বই ইন্ডিয়ান্স কি রোহিত শর্মাকে রিটেন করবে না, যে তিনি নিলামে উঠবেন? এই সহজ প্রশ্ন করেছেন এলএসজি কর্ণধার। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘কেউ কি জানেন রোহিত শর্মা কি নিলামে উঠবেন? এই ধরনের গুজবের কোনও ভিত্তি নেই। পুরোটাই নির্ভর করছে মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মাকে রিলিজ় করছে কিনা, তার উপর। যদি কোনও একজন প্লেয়ারের উপর পার্সের ৫০ শতাংশ খরচ করা হয়, তা হলে বাকি প্লেয়ারদের কিনব কী করে?’ লখনউয়ের মালিকের এই কথা থেকে পরিষ্কার যে, রোহিতকে নিয়ে এই ধরনের কোনও পরিকল্পনা এলএসজি শিবির করেনি।

রোহিত কি লখনউয়ের উইশলিস্টে রয়েছেন? সঞ্জীব গোয়েঙ্কার এর উত্তরে বলেন, ‘সকলের নিজের পছন্দের তালিকা থাকে। পছন্দের ক্যাপ্টেনকে সকলে টিমে নিতে চায়। তবে চাইলেই তো আর হয় না। কী আছে, তা দিয়ে কতটা কী করা সম্ভব সেটাই জরুরি। এটাই আসল কথা। আমার পছন্দের তালিকাকে যে কোনও ক্রিকেটার থাকতে পারে। কিন্তু তার মানে এই নয় যে, তাঁকে আমি অবশ্যই দলে নিতে পারব। প্রত্যেক ফ্র্যাঞ্চাইজির জন্যই এটা প্রযোজ্য।’