IND vs ZIM: দু’দিনের বিরতি, জিম্বাবোয়েতে ভারতীয় টিম কী করবে? ঋতুরাজ বললেন…

Watch Video: ভারতের ভবিষ্যৎ প্রজন্মের নজর জিম্বাবোয়ে থেকে সিরিজ জিতে দেশে ফেরা। তবে তার মাঝে খানিক বিরতি পেলে তা হেলায় যেতে দিচ্ছেন না শুভমন-রিঙ্কুরা। সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা জিম্বাবোয়েতে ওয়াইল্ড লাইফ পার্কে গিয়েছিলেন।

IND vs ZIM: দু'দিনের বিরতি, জিম্বাবোয়েতে ভারতীয় টিম কী করবে? ঋতুরাজ বললেন...
IND vs ZIM: দু'দিনের বিরতি, জিম্বাবোয়েতে ভারতীয় টিম কী করবে? ঋতুরাজ বললেন...Image Credit source: X
Follow Us:
| Updated on: Jul 11, 2024 | 7:55 PM

কলকাতা: শুভমন গিলের নেতৃত্বে হার দিয়ে জিম্বাবোয়ে সিরিজ শুরু করেছিল টিম ইন্ডিয়া (Team India)। হারে বিপর্যস্ত হয়নি ভারত। বরং ঘুরে দাঁড়িয়েছে। জোড়া ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছে মেন ইন ব্লু। হাতে এখন ২দিন সময়। কারণ, ভারত-জিম্বাবোয়ের (IND vs ZIM) চতুর্থ টি-টোয়েন্টি (T20) ম্যাচ শনিবার। ফলে দু’দিনের বিরতি পেয়েছে দুই দলই। ভারতীয় টিম এই দিন দুয়েকের বিরতিতে কী করবে? ভারতের তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, টিম ইন্ডিয়ার প্ল্যান।

ভারতের ভবিষ্যৎ প্রজন্মের নজর জিম্বাবোয়ে থেকে সিরিজ জিতে দেশে ফেরা। তবে তার মাঝে খানিক বিরতি পেলে তা হেলায় যেতে দিচ্ছেন না শুভমন-রিঙ্কুরা। সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা জিম্বাবোয়েতে ওয়াইল্ড লাইফ পার্কে গিয়েছিলেন। বিদেশে ক্রিকেট সফরে এসে সুযোগ পেলেই ক্রিকেটাররা কাছে পিঠে ঘুরতে বেরিয়ে পড়েন। সঞ্জু, যশস্বীরাও সেটাই করছেন।

সিকান্দার রাজার টিমকে তৃতীয় টি-২০ ম্যাচে ভারত হারানোর পর ব্রডকাস্টার চ্যানেলকে ঋতুরাজ জানান, ২ দিনের বিরতিতে তাঁরা কী করবেন। সেখানেই তিনি জানান, অনুশীলনের পাশাপাশি জিম্বাবোয়ের বিভিন্ন জায়গা ঘুরতে চান তাঁরা। আফ্রিকান দেশগুলিতে গেলে জঙ্গল সাফারি অবশ্যই উইশলিস্টে থাকে। ভারতীয় ক্রিকেটাররাও তাই সাফারিতে গিয়েছিলেন। বোর্ডের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছিল।

এ বার জিম্বাবোয়ে ক্রিকেট বোর্ডের সোশ্যাল মিডিয়াতেও ভারতীয় ক্রিকেটারদের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, তাঁরা ওয়াইল্ড লাইফ পার্কে গিয়েছিলেন। সেখানে ভারতের ক্যাপ্টেন শুভমন গিলকে বলতে শোনা যায়, ‘আমি শুভমন গিল। ভারতের ক্যাপ্টেন। আমরা এখানে ওয়াইল্ড লাইফ পার্কে দারুণ উপভোগ করলাম। জিম্বাবোয়ের টুরিজম মন্ত্রককে ধন্যবাদ জানাতে চাই। আমরা সকলেই এখানে দারুণ সময় কাটিয়েছি।’