Shane Warne: ‘ওয়ার্নকে অসম্মান করা হয়েছে’, তথ্যচিত্র নিয়ে বিষ্ফোরক কন্যারা
TV Drama: পরিষ্কার ভাষায় বলেন, 'একটু অন্তত সম্মান দিতে শিখুন।' সামার যোগ করেন, 'বাবার মৃত্যুর সবে ৬ মাস হয়েছে। এখনই তাঁকে নিয়ে ব্যাবসা শুরু করে দিয়েছেন?'
মেলবোর্ন : কিংবদন্তি শেন ওয়ার্নের (Shane Warne) উপর একটি তথ্যচিত্র তৈরি করেছে অস্ট্রেলিয়ার একটি টিভি নেটওয়ার্ক। তারা ঘোষণা করে, আগামী বছর ওয়ার্ন এবং তাঁর পরিবারের উপর তৈরি এই তথ্যচিত্রটি সম্প্রচার করা হবে। দুটি এপিসোড থাকবে। গত মার্চে প্রয়াত হন কিংবদন্তি শেন ওয়ার্ন। সর্বকালের সেরা লেগ স্পিনারের মৃত্যু হয়। থাইল্যান্ডে তাঁর ভিলায় মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ওয়ার্নের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন উঠলেও, পুলিশের তরফে জানানো হয় স্বাভাবিক মৃত্যু হয়েছে। ওয়ার্নের মৃত্যু গোটা ক্রিকেট বিশ্বে বড় ধাক্কা দিয়েছিল। তাঁকে নিয়ে তথ্যচিত্র (TV Drama) নিয়ে আগ্রহ জন্মানোরই কথা। এই সিরিজে শেন ওয়ার্নকে ছোট করা হয়েছে, এমনটাই দাবি তাঁর সন্তানদের।
যে টিভি নেটওয়ার্ক শেন ওয়ার্নকে নিয়ে নাটকীয় তথ্যচিত্র তৈরি করেছে, দীর্ঘদিন তাদের হয়ে ধারাভাষ্য দিয়েছেন প্রয়াত এই ক্রিকেটার। সিরিজটির নাম রাখা হয়েছে ‘ওয়ার্নি’। টিভি নেটওয়ার্কের তরফে ঘোষণা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার সর্বকালের অন্য সেরা ব্য়ক্তিত্বকে শ্রদ্ধা জানাতেই তাঁকে নিয়ে একটি মিনি সিরিজ আসছে। ২০২৩ এ এই সিরিজ আসবে। ড্রামা সিরিজটির নাম ওয়ার্নি। তাঁকে অস্ট্রেলিয়ায় শুধু নয়, সারা বিশ্বের সকলেই ভালোবাসতেন। আমাদের চ্যানেলের সঙ্গেও তাঁর দীর্ঘ সম্পর্ক ছিল। তাঁকে এই সিরিজের মাধ্যমে শ্রদ্ধা জানাতে চলেছি।’
তথ্যচিত্রের বিষয়বস্তু নিয়ে যারপরনাই ক্ষুব্ধ ওয়ার্নের সন্তানরা। ওয়ার্নের বড় মেয়ে ব্রুক ওয়ার্ন ক্ষোভ উগরে বলেছেন, ‘বাবার জন্য আপনাদের কি বিন্দুমাত্রও সম্মান রয়েছে? বা আমাদের পরিবারের প্রতি? আপনাদের চ্যানেলের জন্য বাবার অবদান কি ভুলে গিয়েছেন? বাবার মৃত্যুর ছ-মাসের মধ্যে তাঁকে এবং আমাদের পরিবার নিয়ে এমন নাটকীয় সিরিজ করতে চান!’ ব্রুক আরও বলছেন, ‘আপনারা তাঁকে অনেক নীচে নামিয়েছেন।’ ওয়ার্নের আর এক মেয়ে সামার প্রায় একই ভঙ্গিতে ক্ষোভ প্রকাশ করেছেন। ‘যারা এটাকে ঠিক মনে করেছেন, তাঁদের মাথা কী রয়েছে তা বড্ড জানতে ইচ্ছে করে।’ সংশ্লিষ্ট টিভি নেটওয়ার্ক ‘মর্যাদাহানি’ করছে বলেও মন্তব্য করেন সামার। পরিষ্কার ভাষায় বলেন, ‘একটু অন্তত সম্মান দিতে শিখুন।’ সামার যোগ করেন, ‘বাবার মৃত্যুর সবে ৬ মাস হয়েছে। এখনই তাঁকে নিয়ে ব্যাবসা শুরু করে দিয়েছেন?’