নখের আঁচড়, গোপনাঙ্গে ক্ষত, সরকারি হোমেই লালসার শিকার আড়াই বছরের শিশু

POCSO Act: সরকারি শিশু হোমেই চরম নৃশংসতার শিকার একরত্তি শিশু। আড়াই বছরের শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ উঠল হোমের তিন কর্মীর বিরুদ্ধেই।

নখের আঁচড়, গোপনাঙ্গে ক্ষত, সরকারি হোমেই লালসার শিকার আড়াই বছরের শিশু
প্রতীকী চিত্র।Image Credit source: X
Follow Us:
| Updated on: Dec 05, 2024 | 6:57 AM

তিরুবনন্তপুরম: গোপনাঙ্গে আঘাতের চিহ্ন স্পষ্ট। মেডিক্যাল পরীক্ষায় মিলেছে নখের আঁচড়ের প্রমাণও। সরকারি শিশু হোমেই চরম নৃশংসতার শিকার একরত্তি শিশু। আড়াই বছরের শিশুকন্যাকে নির্যাতনের অভিযোগ উঠল হোমের তিন কর্মীর বিরুদ্ধেই। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশি জেরায় অভিযুক্তরা জানিয়েছে, শাস্তি দিতে গিয়েই আড়াই বছরের শিশুকন্যার এমন হাল করেছে তাঁরা। কী ওই শিশুর অপরাধ? ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলেছিল সে। তাঁর শাস্তি দিতেই নির্যাতন। ঘটনাটি ঘটেছে কেরলের একটি সরকারি হোমে।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পরীক্ষার সময়ই শরীরে নখের আঁচড় দেখতে পান চিকিৎসক। এরপরই তিনি পরীক্ষা করে দেখেন যে শিশুটির গোপনাঙ্গে আঘাত রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন ওই চিকিৎসক। পুলিশ ও চিকিৎসকদের অনুমান, এক সপ্তাহ আগে ঘটনাটি ঘটেছে।

শিশু সুরক্ষা কমিটির জেনারেল সেক্রেটারি জানান, দুর্ঘটনায় মা-বাবার মৃত্যুর পর ওই শিশু কন্যা ও তাঁর ছোট বোন হোমে থাকছিল। নির্যাতনের বিষয়টি সামনে আসতেই ওই সপ্তাহে ডিউটিতে থাকা সমস্ত কর্মীদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পকসো আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশকে তদন্তে সহযোগিতা করা হচ্ছে।