IND W vs AUS W: রবিবাসরীয় মেগা ম্যাচে জোড়া রেকর্ড স্মৃতির, সাদারল্যান্ডের ফাইফার; অজিদের টার্গেট ৩৩১
ICC Cricket World Cup 2025: চলতি আইসিসি ওডিআই মেয়েদের বিশ্বকাপে এখনও অবধি হরমনপ্রীত কৌরের ভারত ও অ্যালিসা হিলির অস্ট্রেলিয়া ৩টি করে ম্যাচ খেলেছে। আজ বিশাখাপত্তনমে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অজি ক্যাপ্টেন হিলি।

কলকাতা: অজিদের (Australia) বিরুদ্ধে ভারতের মেয়েরা নামার আগে বরাবর একটা পরিকল্পনা থাকে। চলতি বিশ্বকাপেও তেমনটাই ছিল। বিশাখাপত্তনমে মেয়েদের বিশ্বকাপের (ICC Cricket World Cup) রবিবাসরীয় ম্যাচে টস ভাগ্য সঙ্গ দেয়নি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের। যার ফলে প্রথমে ব্যাটিং করে উইমেন ইন ব্লু। পরিকল্পনামাফিক স্মৃতি মান্ধানা ও প্রতীকা রাওয়ালের ওপেনিং জুটি ভারতকে (India) শুরুতে ভাল জায়গায় পৌঁছে দেয়। অজিরাও পাল্টা লড়াইয়ের চেষ্টা চালিয়ে যায়। তার ছাপও পড়ে স্কোরবোর্ডে। এরই মাঝে জোড়া রেকর্ড গড়ে ফেলেন স্মৃতি।
শুরুটা ভাল হলেও ওপেনিং জুটি ভাঙার পরই খেই হারাতে থাকে হ্যারির দল। অস্ট্রেলিয়া ধারেভারে ভারতকে টেক্কা দেওয়ার মতোই একটা টিম। যেখানে অ্যানাবেল সাদারল্যান্ড, সোফির মতো বোলাররা রয়েছেন, সেখানে ভারতীয় ব্যাটারদের যে চাপ হবে, তা বলার অপেক্ষা রাখে না। তবে স্মৃতি-প্রতীকার ওপেনিং জুটিকে ২৪.৩ ওভার অবধি টলাতে পারেনি। ৬৬ বলে ৮০ রানের নজরকাড়া ইনিংস খেলে সোফির কাছে আউট হন স্মৃতি। এই ইনিংসের পথে স্মৃতি মারেন ৯টি চার ও ৩টি ছয়। সেইসঙ্গে এক ক্যালেন্ডার বছরে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি। এবং পঞ্চম মহিলা ক্রিকেটার হিসেবে ওডিআই ক্রিকেটে পাঁচ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন হ্যারির ডেপুটি। সেইসঙ্গে মেয়েদের ODI-তে কনিষ্ঠ এবং দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড স্মৃতির।
এরপর ৩০.১ ওভারে প্রতীকার উইকেট হারায় ভারত। ৯৬ বলে ৭৫ রান করেন ভারতের ওপেনার প্রতীকা। জোড়া উইকেট হারানোর পর হরলীন দেওলের সঙ্গে জুটি বাঁধেন হরমনপ্রীত কৌর। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। অজি বোলাররা একবার ছন্দে আসার পর ভারতের আর কোনও জুটিকে সেই অর্থে ক্রিজে দাপট দেখাতে দেয়নি। ৩৭ ও ৩৮তম ওভারে পরপর হরমনপ্রীত (২২) ও হরলীনের (৩৮) উইকেট খুইয়ে ফেলে টিম ইন্ডিয়া। পাঁচ ও ছয়ে নেমে যথাক্রমে জেমাইমা রডরিগজ ও রিচা ঘোষ করেন ৩৩ ও ৩২ রান।
প্রতীকা, রিচা, জেমাইমার পর আরও দুটি উইকেট তুলে নেন অ্যানাবেল। শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলে ভারত। পুরো ৫০ ওভার খেলার আগেই (৪৮.৫ ওভারে) ৩৩০ রান করে অলআউট হয়ে যায় হ্যারির দল। ফলে রবিবাসরীয় মেগা ম্যাচে অজিদের জিততে হলে তুলতে হবে ৩৩১ রান।
