AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: টেস্টে সর্বকালের সেরা ব্যাটার হতে পারেন ঋষভ পন্থ? সৌরভের যা ভবিষ্যদ্বাণী…

Sourav Ganguly on Rishabh Pant: সোমবার শহরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের টেস্টে খেলা নিয়ে এক ভবিষ্যদ্বাণী করেছেন। জানেন তা কী?

Rishabh Pant: টেস্টে সর্বকালের সেরা ব্যাটার হতে পারেন ঋষভ পন্থ? সৌরভের যা ভবিষ্যদ্বাণী...
Rishabh Pant: টেস্টে সর্বকালের সেরা ব্যাটার হতে পারেন ঋষভ পন্থ? সৌরভের যা ভবিষ্যদ্বাণী...Image Credit: PTI
| Edited By: | Updated on: Sep 09, 2024 | 3:20 PM
Share

কলকাতা: ঋষভ পন্থের (Rishabh Pant) টেস্ট প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত মহারাজ। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরেছেন তরুণ উইকেটকিপার ব্যাটার। দলীপ ট্রফিতে ইন্ডিয়া-বি টিমের হয়ে প্রথম রাউন্ডে খেলেছেন পন্থ। ক্রিকেট মহলে শোনা যাচ্ছিল, দলীপের প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হলেই ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা হবে। হলও তাই। রবি-রাতে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়েছে। তাতে প্রত্যাশা মতো ফিরেছেন ঋষভ পন্থ। সোমবার শহরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থের টেস্টে খেলা নিয়ে এক ভবিষ্যদ্বাণী করেছেন। জানেন তা কী?

টেস্ট ক্রিকেটে ঋষভ পন্থ সেরা। ভবিষ্যতে তাঁর মধ্যে সর্বকালের সেরা টেস্ট ব্যাটার হওয়ার লক্ষণও দেখছেন মহারাজ। তাঁর কথায়, ‘ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ঋষভ পন্থ। টেস্টে পরবর্তীতে ও সর্বকালের সেরাও হতে পারবে। ক্ষুদ্রতম ফর্ম্যাটে ওকে আরও ভালো পারফর্ম করতে হবে।’ পন্থকে নিয়ে সৌরভের যে ভবিষ্যদ্বাণী তা কি পূরণ হবে? পুরোটাই নির্ভর করছে রুরকির ক্রিকেটারের টেস্ট টিমে প্রত্যাবর্তন এবং আগামীতে তাঁর পারফরম্যান্স কেমন হয়, তার উপর। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ। সেখানে এ বার খেলবেন পন্থ।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ ভালোই হবে, আশাবাদী সৌরভ। তিনি বলেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ অত্যন্ত ভালো খেলেছে। এক স্মরণীয় জয়। রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শুভমন গিল, অক্ষর প্যাটেলরা টিমে রয়েছে। একটা শক্তিশালী স্কোয়াড। ভালো ক্রিকেট দেখা যাবে। লড়াইটাও ভালো হবে।’

এই মুহূর্তে পাক ক্রিকেট টিমের অবস্থা ও পারফরম্যান্স নিয়ে দেশ-বিদেশের একাধিক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার তাঁজের মতামত জানিয়েছেন। এ বার সৌরভও তা নিয়ে বললেন। তাঁর কথায়, ‘বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান টিম ভালো পারফর্ম করতে পারেনি। সত্যিকার অর্থেই পাক ক্রিকেট টিমে যেন প্রতিভার অভাব। পাকিস্তানে অনেক ভালো ভালো ক্রিকেটার ছিল।’