Sourav Ganguly: লর্ডসের আক্ষেপ, ওভালে আশা; শুভমনদের নিয়ে যা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়…
India vs England Test Series: ভারতীয় ক্রিকেট প্রেমীদের লর্ডস আক্ষেপ অবশ্য কাটেনি। সেই ম্যাচ জিতে সিরিজে লিড নেওয়ার দুর্দান্ত সুযোগ ছিল। সিরিজে ১-২ পিছিয়ে ভারত। বৃহস্পতিবার ওভালে শুরু সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। কী বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

ভারত-ইংল্য়ান্ড টেস্ট সিরিজ রুদ্ধশ্বাস পরিস্থিতিতে। ইংল্যান্ডের কাছে সুযোগ ছিল ম্যাঞ্চেস্টারেই সিরিজ জিতে নেওয়ার। যদিও শুভমন, জাডেজা, সুন্দররা তা হতে দেননি। ভারতের কাছে এখন অবশ্য সিরিজ জয়ের আর সুযোগ নেই। তবে ওভাল টেস্ট জিতে সিরিজ ড্র করা যেতেই পারে। ম্যাঞ্চেস্টারের দুর্দান্ত লড়াইয়ের পর সেই প্রত্যাশাই করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের লর্ডস আক্ষেপ অবশ্য কাটেনি। সেই ম্যাচ জিতে সিরিজে লিড নেওয়ার দুর্দান্ত সুযোগ ছিল। সিরিজে ১-২ পিছিয়ে ভারত। বৃহস্পতিবার ওভালে শুরু সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। কী বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?
সিরিজ শুরুর আগেই সৌরভ ভরসা রেখেছিলেন তরুণ দলের উপর। শুভমন, যশস্বী, ঋষভদের মতো তরুণ ক্রিকেটারদের মধ্য়ে ভালো কিছুরই সম্ভাবনা দেখেছিলেন। ম্যাঞ্চেস্টার টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর সৌরভ বলেন, ‘তারুণ্যে ভরপুর ভারতীয় দল। তৈরি হতে একটু সময় লাগবে। তবে এই সিরিজে দুর্দান্ত ক্রিকেট খেলছে টিম ইন্ডিয়া। গতকাল যেভাবে ভারত ব্যাটিং করল, তাতে আক্ষেপ আরও বেড়েছে। কারণ, লর্ডস টেস্ট হেরে গিয়েছে। ম্যাঞ্চেস্টারে পঞ্চম দিন এত ভাল ব্যাটিং করেছে, লর্ডসে ১৯০ রানও হওয়া উচিত ছিল।’
লর্ডসের আক্ষেপ, ম্যাঞ্চেস্টারের ভালোবাসার পাশাপাশি ওভালের প্রত্যাশা। সৌরভ আরও বলেন, ‘রাহুল, গিল, পন্থ, জাডেজা, ওয়াশিংটন সুন্দর প্রত্যেকে ভালো ক্রিকেট খেলছে একসঙ্গে। অনেক বছর বাদে বিদেশ সফরে এতজন ব্যাটার একসঙ্গে ভালো পারফর্ম করছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। ভারতীয় ক্রিকেটের জন্যও এটা ইতিবাচক দিক। এই তরুণ ক্রিকেটাররা একটা দীর্ঘসময় ধরে দেশের হয়ে খেলবে। ইংল্যান্ড সফরে এই পারফরম্যান্স তাদের আরও আত্মবিশ্বাস জোগাবে। বোলিং একটু ভালো হলে, ওভালে আমরা জিততেও পারি।’
ওভাল টেস্টের জন্য সৌরভ বিশেষ পরামর্শও দিচ্ছেন সৌরভ। বলছেন, ‘শেষ টেস্টে কুলদীপকে খেলাক গম্ভীর। আমার এই পরামর্শই থাকবে। ব্যাটাররা যেরকম খেলছে, বোলাররা সঙ্গ দিলে ওভাল টেস্ট জিততেও পারে। ম্যাঞ্চেস্টারে ১৪০ ওভার ব্যাটিং করে এই টেস্ট বাঁচিয়েছে। জাডেজা আর ওয়াশিংটন দুজনেই অসাধারণ। ভারতীয় ক্রিকেটের জন্য ভাল দিক।’
