IPL 2024: আত্মহত্যা করেছেন মডেল বান্ধবী, IPLএর তারকা ক্রিকেটারকে সমন পাঠাল পুলিশ
Indian Premier League-SRH: হায়দরাবাদ টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার অভিষেক। টিমের হয়ে ৪৭টা ম্যাচ খেলেছেন। অলরাউন্ডার ক্রিকেটার মোট ৮৯৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৭.৩৮। রয়েছে চারটে হাফ সেঞ্চুরিও। বাঁ হাতি স্পিনার সঙ্গে নিয়েছেন ৯ উইকেট। এ বার রঞ্জি মরসুমে পঞ্জাবের হয়ে ৪টে ম্যাচ খেলে ১৯৯ রান করেছেন। এ বারের আইপিএলে চোখ অভিষেকের। হায়দরাবাদ তাঁকে রেখে দিয়েছে। প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ওয়ানিন্দু হাসারঙ্গাদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে অরেঞ্জ আর্মিকে আইপিএল জেতাতে চান।
কলকাতা: ২৮ বছরের নামী মডেল তানিয়া সিং আত্মহত্যা করেছেন সোমবার। সুরাটের এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য পড়ে গিয়েছে। রাজস্থানের মেয়ে হলেও সুরাটের ভেসুতে হ্যাপি এলিগ্যান্সে থাকতেন ওই মডেল। সোমবার তাঁর ফ্ল্যাট থেকে তানিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও ঘটনা জড়িয়ে রয়েছে, তা নিয়ে তদন্তে নেমেছে ভেসুর পুলিশ। ফোন কল খতিয়ে দেখতে গিয়েই সানরাইজার্স হায়দরাবাদের এক তরুণ ক্রিকেটারের কথা জানতে পেরেছে। সেই অভিষেক শর্মাকেই এ বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ভেসু পুলিশ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পুলিশের সন্দেহ, প্রণয় ঘটিত কোনও ব্যাপার থাকতে পারে তানিয়ার এই আত্মহত্যার পিছনে। তদন্তে নেমেই ফোন কল খতিয়ে দেখা হয়েছে। সেই অনুযায়ী পাঁচজন ঘনিষ্ঠ আত্মীয়-বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সেই সঙ্গে উঠে এসেছে অভিষেকের নামও। যদিও ফোন কলে দেখা গিয়েছে, সম্প্রতি অভিষেকের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না তানিয়ার। তাও অভিষেককে ডাকার পিছনে কারণ, তিনি তদন্তে সাহায্য করতে পারেন পুলিশকে। ভেসুর পুলিশ তো বটেই, এ নিয়ে মুখ খোলেননি অভিষেকও।
হায়দরাবাদ টিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার অভিষেক। টিমের হয়ে ৪৭টা ম্যাচ খেলেছেন। অলরাউন্ডার ক্রিকেটার মোট ৮৯৩ রান করেছেন। স্ট্রাইক রেট ১৩৭.৩৮। রয়েছে চারটে হাফ সেঞ্চুরিও। বাঁ হাতি স্পিনার সঙ্গে নিয়েছেন ৯ উইকেট। এ বার রঞ্জি মরসুমে পঞ্জাবের হয়ে ৪টে ম্যাচ খেলে ১৯৯ রান করেছেন। এ বারের আইপিএলে চোখ অভিষেকের। হায়দরাবাদ তাঁকে রেখে দিয়েছে। প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ওয়ানিন্দু হাসারঙ্গাদের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে অরেঞ্জ আর্মিকে আইপিএল জেতাতে চান।