SRH vs PBKS, IPL 2022 Match 70 Result: নিয়মরক্ষার ম্যাচে অরেঞ্জ আর্মিকে ৫ উইকেটে হারাল পঞ্জাব কিংস

| Edited By: | Updated on: May 22, 2022 | 11:26 PM

Sunrisers Hyderabad vs Punjab Kings Live Score in Bangla: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম পঞ্জাব কিংস (Punjab Kings) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs PBKS, IPL 2022 Match 70 Result: নিয়মরক্ষার ম্যাচে অরেঞ্জ আর্মিকে ৫ উইকেটে হারাল পঞ্জাব কিংস
সানরাইজার্স হায়দরাবাদ বনাম পঞ্জাব কিংস

মুম্বই: আজ, রবিবার আইপিএল-১৫-এর (IPL 2022) গ্রুপ পর্বের শেষ ম্যাচে (৭০তম ম্যাচে) ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল ভুবনেশ্বর কুমারের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই প্লে অফের দৌড়ের বাইরে ছিল। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভুবি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিয়মরক্ষার ম্যাচে ভুবির অরেঞ্জ আর্মির বিরুদ্ধে জেতার জন্য মায়াঙ্কের পঞ্জাব কিংসকে তুলতে হত ১৫৮ রান। ২৯ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা পূর্ণ করে ফেলেন লিভিংস্টোনরা। ১৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে পঞ্জাব। যার ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় দিয়ে শেষ করল প্রীতির দল। পয়েন্ট টেবলের ছয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করল পঞ্জাব কিংস।

Key Events

৫ উইকেটে জয়ী পঞ্জাব

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিয়মরক্ষার ম্যাচে ভুবির অরেঞ্জ আর্মির বিরুদ্ধে জেতার জন্য মায়াঙ্কের পঞ্জাব কিংসকে তুলতে হত ১৫৮ রান। ২৯ বল বাকি থাকতেই লক্ষ্যমাত্রা পূর্ণ করে ফেলেন লিভিংস্টোনরা। ১৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে পঞ্জাব।

পয়েন্ট টেবলে দুই দল রইল কোন জায়গায়

আইপিএলের ৭০তম ম্যাচে পঞ্জাব জেতার ফলে লিগ টেবলের ছয় নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করল প্রীতির দল। আর গত বারের লাস্ট বয় হায়দরাবাদ এ বারের আইপিএল যাত্রা শেষ করল আট নম্বরে থেকে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 22 May 2022 10:57 PM (IST)

    ৫ উইকেটে জয়ী পঞ্জাব

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫ উইকেটে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল পঞ্জাব কিংস।

  • 22 May 2022 10:55 PM (IST)

    ১৫ ওভারে পঞ্জাবের স্কোর ১৫৬/৫

    • খেলা বাকি ৫ ওভারের।
    • প্রথম ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬রান তুলেছে পঞ্জাব।
    • ম্যাচ জিততে পঞ্জাবকে এখনও তুলতে হবে ৩০ বলে ২ রান।
  • 22 May 2022 10:48 PM (IST)

    জিতেশ আউট

    ১৯ রান করে মাঠ ছাড়লেন জিতেশ শর্মা। পঞ্চম উইকেট হারাল পঞ্জাব কিংস।

  • 22 May 2022 10:41 PM (IST)

    শিখর আউট

    ৩৯ রান করে মাঠ ছাড়লেন শিখর ধাওয়ান। ফজলহক ফারুখি তুলে নিলেন গব্বরের উইকেট।

  • 22 May 2022 10:27 PM (IST)

    ১০ ওভারে পঞ্জাবের স্কোর ৯৭/৩

    • খেলা বাকি আর মাত্র ১০ ওভারের
    • শুরুর ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে পঞ্জাব কিংস তুলেছে ৯৭ রান
    • ম্যাচ জিততে পঞ্জাবের চাই ৬০ বলে ৬১ রান
  • 22 May 2022 10:16 PM (IST)

    মায়াঙ্ক আউট

    পঞ্জাব অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। তৃতীয় উইকেট হারাল পঞ্জাব। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন মায়াঙ্ক।

  • 22 May 2022 10:06 PM (IST)

    শাহরুখ আউট

    শাহরুখ খানের উইকেট তুলে নিলেন ওয়াশিংটন সুন্দর। ১৯ রান করে মাঠ ছাড়লেন শাহরুখ।

  • 22 May 2022 10:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • শুরুর ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলেছে পঞ্জাব
  • 22 May 2022 09:54 PM (IST)

    ৫ ওভারে পঞ্জাবের স্কোর ৪৭/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ।
    • শুরুর ৫ ওভারের মধ্য়ে ১ উইকেট হারিয়ে ফেলেছে পঞ্জাব।
    • স্কোরবোর্ডে প্রীতির দল তুলেছে ৪৭ রান।
  • 22 May 2022 09:43 PM (IST)

    বেয়ারস্টো আউট

    জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিলেন ফজলহক ফারুকি। প্রথম উইকেট হারাল পঞ্জাব।

  • 22 May 2022 09:29 PM (IST)

    রান তাড়া করতে নামল পঞ্জাব

    টার্গেট ১৫৮। পঞ্জাবের হয়ে ওপেনিংয়ে নামলেন জনি বেয়ারস্টো ও শিখর ধাওয়ান।

  • 22 May 2022 09:13 PM (IST)

    ১৫৭ রানে থামল ভুবির হায়দরাবাদ

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ। নিয়মরক্ষার ম্যাচে ভুবির অরেঞ্জ আর্মির বিরুদ্ধে জেতার জন্য মায়াঙ্কের পঞ্জাব কিংসকে তুলতে হবে ১৫৮ রান।

  • 22 May 2022 09:12 PM (IST)

    রান আউট ভুবি

    রান আউট হলেন ভুবনেশ্বর কুমার।

  • 22 May 2022 09:11 PM (IST)

    সুচিথ আউট

    জগদীশা সুচিথের উইকেট তুলে নিলেন নাথান এলিস। কোনও রান না করেই মাঠ ছাড়লেন সুচিথ।

  • 22 May 2022 09:10 PM (IST)

    সুন্দরকে ফেরালেন এলিস

    ওয়াশিংটন সুন্দরের উইকেট হারিয়ে ফেলল হায়দরাবাদ। নাথান এলিস তুলে নিলেন অরেঞ্জ আর্মির ছয় নম্বর উইকেট। ২৫ রান করে মাঠ ছাড়লেন সুন্দর।

  • 22 May 2022 08:39 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদের স্কোর ৯৬/৫

    • খেলা বাকি আর মাত্র ৫ ওভারের।
    • ক্রিজে ওয়াশিংটন সুন্দর ও রোমারিও শেফার্ড।
    • ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে অরেঞ্জ আর্মি তুলেছে ৯৬ রান।
  • 22 May 2022 08:38 PM (IST)

    মার্করামকে সাজঘরের রাস্তা দেখালেন হরপ্রীত

    ২১ রান করে মাঠ ছাড়লেন অরেঞ্জ আর্মির এইডেন মার্করাম। পঞ্জাবকে পঞ্চম উইকেট এনে দিলেন হরপ্রীত।

  • 22 May 2022 08:30 PM (IST)

    নিকোলাস পুরান আউট

    নিকোলাস পুরানের উইকেট তুলে নিলেন নাথান এলিস। মাত্র ৫ রান করে ফিরলেন পুরান।

  • 22 May 2022 08:19 PM (IST)

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে ফিরলেন অভিষেক

    ৪৩ রান করে সাজঘরে ফিরলেন অভিষেক শর্মা। হরপ্রীত বরার পঞ্জাবকে এনে দিলেন তৃতীয় সাফল্য।

  • 22 May 2022 08:17 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদের স্কোর ৭১/২

    • প্রথম ১০ ওভারের খেলা শেষ
    • শুরুর ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে হায়দরাবাদ
    • ক্রিজে অভিষেক শর্মা ও এইডেন মার্করাম
  • 22 May 2022 08:10 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    হরপ্রীত বরার মায়াঙ্কদের এনে দিলেন দ্বিতীয় সাফল্য। ২০ রান করে মাঠ ছাড়লেন রাহুল ত্রিপাঠী।

  • 22 May 2022 08:00 PM (IST)

    পাওয়ার প্লে-শেষ

    • পাওয়ার প্লে-র খেলা শেষ
    • প্রথম ৬ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে হায়দরাবাদ
    • ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠী (২৫*) ও অভিষেক শর্মা (১৩*)
  • 22 May 2022 07:54 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদের স্কোর ৩২/১

    • প্রথম ৫ ওভারের খেলা শেষ
    • ১ উইকেট হারিয়ে এই ৫ ওভারে ৩০ রান তুলেছে হায়দরাবাদ
    • ক্রিজে রয়েছেন রাহুল ত্রিপাঠী ও অভিষেক শর্মা
  • 22 May 2022 07:44 PM (IST)

    ৩ ওভারে হায়দরাবাদের স্কোর ১৮/১

    • প্রথম ৩ ওভারের খেলা শেষ
    • শুরুর ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছে হায়দরাবাদ
  • 22 May 2022 07:42 PM (IST)

    প্রিয়মকে ফেরালেন রাবাডা

    প্রথম উইকেট হারিয়ে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। প্রিয়ম গর্গ ফিরলেন সাজঘরে। ৪ রান করে মাঠ ছাড়লেন প্রিয়ম।

  • 22 May 2022 07:30 PM (IST)

    হায়দরাবাদের ইনিংস শুরু

    সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন অভিষেক শর্মা ও প্রিয়ম গর্গ।

  • 22 May 2022 07:26 PM (IST)

    আজ প্রেরকের অভিষেক

    আজ পঞ্জাব কিংসের জার্সিতে প্রেরক মানকড়ের অভিষেক হল।

  • 22 May 2022 07:10 PM (IST)

    পঞ্জাবের প্রথম একাদশ

    পঞ্জাব কিংসের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, শাহরুখ খান, লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), অর্শদীপ সিং, নাথান এলিস, প্রেরক মানকড়, কাগিসো রাবাডা, হরপ্রীত বরার।

  • 22 May 2022 07:08 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: অভিষেক শর্মা, প্রিয়ম গর্গ, এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, নিকোলাস পুরান (উইকেটকিপার), রোমারিও শেফার্ড, ওয়াশিংটন সুন্দর, জগদীশা সুচিথ, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), ফজলহক ফারুকি ও উমরান মালিক।

  • 22 May 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদের অধিনায়ক ভুবনেশ্বর কুমার।

  • 22 May 2022 06:42 PM (IST)

    আর কিছুক্ষণ পর শুরু হবে হায়দরাবাদ-পঞ্জাব দ্বৈরথ

    গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেন উইলিয়ামসনে পাচ্ছে না হায়দরাবাদ। তাঁর জায়গায় মায়াঙ্ক আগরওয়ালদের বিরুদ্ধে হায়দরাবাদের ক্যাপ্টেনের দায়িত্বে দেখা যেতে পারে ভুবনেশ্বর কুমারকে।

  • 22 May 2022 06:40 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    এখনও অবধি আইপিএলের মঞ্চে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে হায়দরাবাদ ও পঞ্জাব। তার মধ্যে দাপটের সঙ্গে ১৩ বার জিতেছে হায়দরাবাদ এবং ৬ বার জিতেছে পঞ্জাব।

  • 22 May 2022 06:31 PM (IST)

    পয়েন্ট টেবলে দুই দল কোন জায়গায়

    দুই দলই নিজেদের ৬টি ম্যাচে করে ম্যাচে জিতেছে ও ৭টি ম্যাচে হারের মুখ দেখেছে। দুই দলের পয়েন্ট ১২ করে। পঞ্জাবের নেট রান রেট -০.০৪৬। হায়দরাবাদের নেট রান রেট -০.২৩০। লিগ টেবলে হায়দরাবাদ রয়েছে ৮ নম্বরে। পঞ্জাব আছে ৭ নম্বরে।

Published On - May 22,2022 6:30 PM

Follow Us: