KL Rahul: BGT শেষ হলেই বিরাট পরিকল্পনা, অ্যাডিলেড টেস্টের আগে বলে ফেললেন রাহুল
IND vs AUS, BGT: নতুন বছরের ৩-৭ জানুয়ারি হবে বর্ডার-গাভাসকর ট্রফির পঞ্চম টেস্ট। তা হবে সিডনিতে। সেই টেস্ট ম্যাচ হওয়ার পরই এক বড় পরিকল্পনা রয়েছে লোকেশ রাহুলের।
কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। রোহিত শর্মা অনুপস্থিত ছিলেন বলে রাহুল পেয়েছিলেন ওপেনিং পজিশন। হিটম্যান টিমে ফেরায় ওপেনিং পজিশন যে রাহুল হারিয়েছেন, সেটাই বার বার ক্রিকেট মহলে বলা হচ্ছে। অ্যাডিলেড টেস্টের আগে প্রেস কনফারেন্সে তাঁর সামনে প্রশ্ন রাখা হয়েছিল, পিঙ্ক বল টেস্টে কোন পজিশনে ব্যাটিং করবেন। হাসি মুখে রাহুলের উত্তর, তিনি জানেন কত নম্বরে ব্যাটিংয়ে নামবেন। কিন্তু সেটা এখন থেকে সকলকে জানাতে পারবেন না। ওই প্রেস কনফারেন্সেই রাহুল বলে ফেলেছেন বর্ডার-গাভাসকর ট্রফি শেষ হলেই একটা বড় পরিকল্পনা রয়েছে তাঁর। কী সেই পরিকল্পনা?
ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুলের ট্যাটু করানোর শখ রয়েছে। অজি সফর শেষে নিজের শরীরে আরও একটি ট্যাটু করানোর পরিকল্পনা করেছেন রাহুল। প্রেস কনফারেন্সে এই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বর্ডার গাভাসকর ট্রফির শেষে সিডনিতে আমার একটা ট্যাটু করানোর পরিকল্পনা রয়েছে।’ সেই ট্যাটুটি কী হতে পারে? এই নিয়ে প্রশ্ন করা হলে, রাহুল পরিষ্কার জানান, সেটা ব্যক্তিগত। রাহুলের অনুরাগীরা এই মুহূর্তে ভাবতে শুরু করেছেন, তিনি কোন নতুন ট্যাটু করাতে পারেন। কেউ কেউ বলছেন, রাহুল গোলাপি বল টেস্টে খেলার সুযোগ পেলে যত রান করবেন, সেটা শরীরে খোদাই করতে পারেন ভারতীয় তারকা।
এই খবরটিও পড়ুন
এক, দুই, ৫-১০ নয় সারা শরীর জুড়ে লোকেশ রাহুলের রয়েছে ২২টি ট্যাটু। যা দিয়ে তাঁর শরীরের প্রায় ৬০ শতাংশ ঢেকে গিয়েছে। প্রতিটি ট্যাটুর আলাদা আলাদা কারণ রয়েছে। রাহুলের শরীরের বেশ কয়েকটি ট্যাটুর মধ্যে রয়েছে – মা-বাবার নাম, পোষ্য কুকুর-শিম্বার নাম, লাইটহাউস, ঘড়ি, এক নম্বর, গোলাপ, তির, পেঁচা, জল, বাতাস, সূর্য ও আরও অনেক কিছু।