MS Dhoni: ধরে না ফোন, কথা নেই ১০ বছরের বেশি সময়… ভাজ্জির সঙ্গে এ হেন আচরণ কেন ধোনির?
Harbhajan on Dhoni: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ১০ বছরের বেশি সময় কথাবার্তা নেই হরভজন সিংয়ের। এমনকি ভাজ্জির ফোনও ধরেন না মাহি। কেন ভারতীয় প্রাক্তন স্পিনারের সঙ্গে এমন আচরণ করেন ধোনি?
কলকাতা: ভারতের জার্সিতে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও হরভজন সিং (Harbhajan Singh)। শুধু দেশের হয়েই তাঁদের ২২ গজে একসঙ্গে দেখা যেত, তেমনটা নয়। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও তাঁরা একসঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ মাহি ও ভাজ্জি একসঙ্গেই জিতেছিলেন। আপাতদৃষ্টিতে তাঁদের দেখলে অনেকেই ভাবতেন, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ বার সেই প্রসঙ্গে দ্বিতীয় বার সকলকে ভাবতে বাধ্য করলেন হরভজন। ধোনির সঙ্গে ১০ বছরের বেশি সময় তাঁর কথাবার্তা নেই। এমনকি ভাজ্জির ফোনও ধরেন না মাহি। কেন ভারতীয় প্রাক্তন স্পিনারের সঙ্গে এমন আচরণ করেন ধোনি?
নিউজ-১৮-কে হরভজন সিং জানিয়েছেন, তিনি ধোনির সঙ্গে কথা বলেন না। বিষয়টা একদিক থেকে হয়, তেমনটা নয়। মাহিও কথা বলেন না ভাজ্জির সঙ্গে। হরভজনের কথায়, ‘যখন আমি সিএসকেতে খেলতাম সেই সময় আমাদের কথা হত। আর তা ছাড়া সেই অর্থে আমাদের কথাই হত না। প্রায় ১০ বছরের বেশি সময় হয়ে গিয়েছে আমাদের কথা নেই। আমার তো কোনও কারণ নেই। হয়তো ওর দিক থেকে রয়েছে। আমি সত্যিই জানি না কথা না বলার কারণ কী। যথন আমরা আইপিএলে সিএসকের হয়ে খেলতাম, সেই সময় আমাদের কথা হত। তবে সেটা মাঠেই সীমাবদ্ধ থাকত। তারপর ও আমার রুমে কখনও আসত না। আমিও যেতাম না।’
ধোনি যে ভাজ্জির ফোন ধরেন না, সেটাও ফুটে উঠেছে তাঁর কথায়। তিনি বলেন, ‘আমি তাঁদেরই ফোন করি, যাঁরা আমার ফোন ধরে। আমার অত সময় নেই। একটা সম্পর্কে দেওয়া-নেওয়া থাকেই। আমি বন্ধুদের সঙ্গেই সম্পর্ক রাখি। যদি আমি তোমাকে সম্মান করি, তোমার থেকেও সেটা পাওয়ার প্রত্যাশা রাখি। যদি আমি তোমাকে এক-দু’বার ফোন করি, আর তুমি তাতে উত্তর না দাও, তা হলে আমি তো যখন একান্তই প্রয়োজন হবে, তখনই তোমার সঙ্গে যোগাযোগ করব।’