AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian peace keeping force: সই করলেন রাজীব, শ্রীলঙ্কায় গেল শান্তিরক্ষী বাহিনী, ফিরে দেখা ইতিহাস

Indian peace keeping force: দেশে গৃহযুদ্ধ যখন ভয়াবহ রূপ নিতে শুরু করেছে, তখন ভারতের কাছে সাহায্য় চায় শ্রীলঙ্কা। পড়শি দেশকে সাহায্যের সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। কলম্বো যান। সেইসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট জে আর জয়বর্ধনে। ১৯৮৭ সালের ২৯ জুলাই ইন্দো-শ্রীলঙ্কা শান্তি চুক্তি হয়। সই করেন রাজীব গান্ধী ও জে আর জয়বর্ধনে। পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

Indian peace keeping force: সই করলেন রাজীব, শ্রীলঙ্কায় গেল শান্তিরক্ষী বাহিনী, ফিরে দেখা ইতিহাস
কেন শান্তিরক্ষী বাহিনী পাঠিয়েছিল ভারত?
Follow Us:
| Updated on: Dec 04, 2024 | 10:31 PM

দেশের মধ্যে যুদ্ধের আঁচ। সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা চালাচ্ছে শ্রীলঙ্কা। দেশে শান্তি প্রতিষ্ঠায় ভারতের সাহায্য চাইল পড়শি এই দ্বীপ রাষ্ট্র। হাত বাড়িয়ে দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। চুক্তি হল দুই দেশের। তার পর শ্রীলঙ্কায় গেল ভারতীয় শান্তিরক্ষী বাহিনী (IPKF)। আড়াই বছরের বেশি সেখানে ছিল। যুদ্ধে প্রাণ গেল অনেকের। শেষ পর্যন্ত স্থিতাবস্থা ফিরল শ্রীলঙ্কায়। ভারতে ফিরল শান্তিরক্ষী বাহিনী। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ অবস্থার পরিপ্রেক্ষিতে উঠে আসছে শান্তিরক্ষী বাহিনীর নাম। প্রশ্ন উঠছে, কোন পরিস্থিতিতে কোনও দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো যায়? চাইলেই কি কোনও দেশ অন্য দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পারে? এইসব প্রশ্নের মাঝেই জেনে নেওয়া যাক, শ্রীলঙ্কায় ভারতের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর ইতিহাস। আটের দশকের শুরু...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন