Child: বাড়িতে একা বসে কার্টুন দেখছিল ছেলে, যতক্ষণে মা ফিরল… হাত-পা ঠাণ্ডা, পড়ে আছে বমি

Child: নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। বুধবার সকাল তিনি কাজে বেরিয়ে যান। দুপুরে বাড়িতে ছেলেকে একা রেখে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন মা তনুশ্রী। তাঁদের মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল।

Child: বাড়িতে একা বসে কার্টুন দেখছিল ছেলে, যতক্ষণে মা ফিরল... হাত-পা ঠাণ্ডা, পড়ে আছে বমি
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 05, 2024 | 12:02 AM

চন্দননগর: বাড়িতে একা বসে কার্টুন দেখছিল ছ’বছরের শিশু। বাইরে ছিলেন মা ও দিদি। ফিরে এসে মা দেখে, ছেলে অঘোরে ঘুমোচ্ছে। গায়ে কম্বল ঢাকা। এই দেখে মা চলে যায় অন্য ঘরে। কিছুক্ষণ পর ফেরে দিদি। ভাইয়ের কাছে গিয়ে দেখে, ভাই বমি করে ফেলেছে। গায়ে হাত দিয়ে দেখে হাত-পা ঠাণ্ডা। কোনও জ্ঞান নেই। ছুটে আসে মা।

হুগলির চন্দননগরের কুন্ডুঘাট এলাকার বাসিন্দা নবকুমার বিশ্বাস ও তনুশ্রী বিশ্বাসের ছ’বছরের ছেলে নিখিলের মৃত্যু ঘিরে ধোঁয়াশা। অস্বাভাবিক মৃত্যু বলেই জানিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। বুধবার সকাল তিনি কাজে বেরিয়ে যান। দুপুরে বাড়িতে ছেলেকে একা রেখে কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলেন মা তনুশ্রী। তাঁদের মেয়ে স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তনুশ্রী তাঁর স্বামীকে খবর দেন। চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানিয়ে দেন শিশুর মৃত্যু হয়েছে অনেক আগেই।

খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ হাসপাতালে যায়। পরে বাড়িতে গিয়ে শিশুর বাবা মায়ের সঙ্গে কথা বলে পুলিশ। শিশুর মা বলেন, “ছেলে কার্টুন দেখছিল। পরে মেয়ে এসে দেখে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। ভাইকে ডাকতে গিয়ে দেখে বমি করে ফেলেছে।” নবকুমার বলেন,”ছেলের কোনও অসুস্থতা ছিল না। কী করে এমন হল বুঝতে পারছি না।”

পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যু হয়েছে শিশুর। মৃত শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। কী ভাবে মৃত্যু হল জানতে বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।