Bangladesh: ‘সনাতনী’ হওয়াই অপরাধ! উপাচার্যের পদত্যাগের জন্য সময় বেঁধে দিল বাংলাদেশের কট্টরপন্থী পড়ুয়ারা
Bangladesh: দত্যাগের জন্য তাঁকে সময় বেঁধে দেওয়া হয়েছে। পড়ুয়ারা রীতিমতো অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয় চত্বরে। তাঁরা বলছেন, পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ে পঠন পঠন সহ সব কাজ বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশ: বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছে গোটা বিশ্ব। প্রতিবাদে পথে নেমেছে অনেকে। গত কয়েকদিন ধরে একের পর এক মারধর, ভাঙচুর, আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনার ছবি সামনে এসেছে। এবার উপাচার্যের পদত্যাগের দাবিতে সরব পড়ুয়ারা। তাঁর অপরাধ যে তিনি সনাতনী তথা হিন্দু।
উপাচার্যের পদত্যাগের দাবি ঘিরে বুধবার দিনভর উত্তপ্ত ছিল চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি। অভিযোগ, তিনি হিন্দু এবং ইসকনের আদর্শ মেনে চলেন বলেই তাঁকে হেনস্থার শিকার হতে হচ্ছে। উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য হলেন ডা: অনুপম সেন। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদও বটে। পদত্যাগের জন্য তাঁকে সময় বেঁধে দেওয়া হয়েছে। পড়ুয়ারা রীতিমতো অবস্থান কর্মসূচি শুরু করেছেন বিশ্ববিদ্যালয় চত্বরে। তাঁরা বলছেন, পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ে পঠন পঠন সহ সব কাজ বন্ধ করে দেওয়া হবে।
চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। তাঁর জামিন মামলায় আদালতে হাজির হতে পারেননি কোনও আইনজীবী। অভিযোগ, আইনজীবীদের ওপর নানাভাবে অত্যাচার চালানো হচ্ছে। মঙ্গলবার বাংলাদেশের আদালতে শুনানি ছিল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার। কোনও আইনজীবী হাজির হয়নি বলে এক মাস পিছিয়ে দেওয়া হয় শুনানি।