BCCI vs PCB: আরও নাস্তানাবুদ পিসিবি, বিসিসিআইয়ের দাপটে বিপদ বাড়ল পাকিস্তানের!
ICC Champions Trophy 2025: অনেক টানাপোড়েনের পর শেষ অবধি আইসিসির সঙ্গে বৈঠকের পর পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়। কিন্তু দেয় এক শর্তও। তা আবার মানবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই।
কলকাতা: ক্রিকেটের ইতিহাসে দুই বোর্ডের দ্বন্দ্বর কথা উঠলেই সকলের মনে পড়বে বিসিসিআই (BCCI) ও পিসিবিকে (PCB)। এই দুই ক্রিকেট বোর্ডের তুলনা হওয়ার নয়। তারপরও পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) আয়োজন ঘিরে বিসিসিআই ও পিসিবি বার বার আলোচনায় উঠে এসেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড শুরু থেকেই জানিয়েছিল, পাকিস্তানে টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না। কারণ হিসেবে নিরাপত্তার কথা তলে ধরা হয়েছিল। এরপর আইসিসির তরফ থেকে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় পিসিবিকে। পাক ক্রিকেট বোর্ড গোঁ ধরে ছিল, ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে সে দেশে যেতে হবে। বিসিসিআই কোনওমতেই তাতে রাজি হয়নি। শেষ অবধি আইসিসির সঙ্গে বৈঠকের পর পিসিবি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে রাজি হয়। কিন্তু দেয় এক শর্তও। তা আবার মানবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। যে কারণে এ বার বলা হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দাপটে বিপদ বাড়ল পাকিস্তানের।
আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে রাজি। কিন্তু তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে তাদের শর্ত মানতে হবে। শর্তস্বরূপ পিসিবি জানায়, ভারতের আগামী বছরগুলোতে যে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেখানে অংশ নেবে না পাক ক্রিকেট টিম। বিসিসিআই পিসিবির এই শর্ত মানতে নারাজ।
এই পরিস্থিতিতে বলা হচ্ছে আরও নাস্তাবাবুদ পিসিবি। টেলিগ্রাফকে এক সূত্র জানিয়েছে যে, বিসিসিআইয়ের পক্ষ থেকে আইসিসিকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ভারতে কোনও নিরাপত্তাজনিত সমস্যা নেই। ফলে পাকিস্তান যে ভারতের মাটিতে টুর্নামেন্ট খেলতে আসবে না, তা বিসিসিআই মেনে নেবে না।
এই খবরটিও পড়ুন
ভারতের মাটিতে ২০২৫ সালে আয়োজিত হবে মহিলাদের ওডিআই বিশ্বকাপ। এবং ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে টিম ইন্ডিয়া। ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০৩১ সালের ওডিআই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছে ভারতের হাতে। এই টুর্নামেন্টগুলিতে খেলার জন্য পাকিস্তান ভারতে না আসলে সে দেশের ক্রিকেট বোর্ডেরই ক্ষতি হবে। এমনটাই আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে।