Bangladesh: পাকিস্তানিদের জন্য অবারিত দ্বার ইউনূস প্রশাসনের! তড়িঘড়ি গেল নির্দেশিকা
Bangladesh: শুধু পাকিস্তানের নাগরিকদের জন্যেই নয়, পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বাংলাদেশে যাওয়ার ভিসা যাতে দেওয়া হয় সেই কথা বলা হয়েছে।
বাংলাদেশ: পাকিস্তানের নাগরিকদের জন্য দরজা অবাধ খোলা বাংলাদেশের। আরও সহজ হচ্ছে ভিসা পাওয়া। বিশ্বের যে কোনও প্রান্ত থেকেই যদি পাকিস্তানের কোনও নাগরিক বাংলাদেশে যেতে চান তাঁদের ভিসা পেতে সমস্যা হবে না। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তথা ইউনূস প্রশাসনের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত দেশে থাকা বাংলাদেশি দূতাবাস এবং ডেপুটি হাই কমিশনগুলিকে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের নাগরিকদের বাংলাদেশে যাওয়া নিয়ে আরও ঝঞ্ঝাটই থাকবে না।
ভারত সহ বিশ্বের অনেক দেশেই প্রায় বাংলাদেশের হাই কমিশন এবং ডেপুটি হাইকমিশনের অফিস আছে। আর সেখান থেকেই বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার কাজ হয়। সেই সমস্ত অফিসেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
নিউজ ১৮ এ প্রকাশিত খবর অনুযায়ী, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সিকিউরিটি সার্ভিস ডিভিশন থেকে সে দেশের বিদেশমন্ত্রকে একটি চিঠি পাঠানো হয়েছে। আর এরপরেই সংশ্লিষ্ট ওই মন্ত্রক বাংলাদেশি দূতাবাস এবং উপদূতাবাসগুলিকে পাকিস্তানিদের ভিসা দেওয়ার প্রক্রিয়া আরও সহজ এবং ঝঞ্ঝাটমুক্ত করতে বলেছে। শুধু পাকিস্তানের নাগরিকদের জন্যেই নয়, পাকিস্তানি বংশোদ্ভূত হলেও বাংলাদেশে যাওয়ার ভিসা যাতে দেওয়া হয় সেই কথা বলা হয়েছে।
এর মধ্যেই লাগাতার বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় কড়া বার্তা দিয়েছে ভারত। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় ইউনূস সরকারের পাকিস্তান প্রেমের দিকে কড়া নজর ভারত রাখছে বলেই খবর।
সম্প্রতি খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। আর এরপরেই ইউনূস সরকারের তরফে এহেন নির্দেশিকা।