Dumdum: ‘ওর তো কোনও সমস্যা ছিল না’, সান্দাকফুতে ঘুরতে গিয়ে দমদমের তরুণীর মৃত্যুতে বাড়ছে রহস্য
Dumdum: পরিবার সূত্রে খবর, মঙ্গলবারই সান্দাকফু থেকে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে টংলুকে চলে আসেন অঙ্কিতা। রাতের খাওয়া-দাওয়া সেড়ে বাথরুমেও যান। সেখান থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
দমদম: সান্দাকফুতে দমদমের তরুণীর রহস্যমৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে চাপানউতোর। শোকের ছায়া বাড়িতে। বাড়ির একমাত্র রোজগেরে কন্যাকে হারিয়ে শোকে পাথর পরিবারের সদস্যরা। মৃত তরুণীর নাম অঙ্কিতা দাস (২৬)। বাড়ি দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবি মুকুন্দ দাস রোডে। কাজ করতেন এখটি ঋণ প্রদানকারী সংস্থায়। চলতি মাসের ১ তারিখ অফিসেরই সহকর্মীদের সঙ্গে বেড়াতে যান সান্দাকফুতে। ফেরার কথা ছিল ৪ তারিখ। কিন্তু, তার আগেই বাড়িতে এল তাঁর মৃত্যুর খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকাতেও রীতিমতো শোরগোল শুরু হয়েছে।
৫ তারিখ আনা হচ্ছে অঙ্কিতার দেহ। তারপরেই হবে ময়নাতদন্ত। সেই রিপোর্ট এলে কিছু হলেও মৃত্যু কারণে ধোঁয়াশা কাটবে বলে জানা যাচ্ছে। পরিবার সূত্রে খবর, মঙ্গলবারই সান্দাকফু থেকে দলের অন্যান্য সদস্যদের সঙ্গে টংলুকে চলে আসেন অঙ্কিতা। রাতের খাওয়া-দাওয়া সেড়ে বাথরুমেও যান। সেখান থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ।
মেয়ের মৃত্যুর খররে ভেঙে পড়েছেন অঙ্কিতার বাবা অমিত ঘোষ। বলছেন, “শনিবার রাতে এখান থেকে গিয়েছিল। আমার সঙ্গে কাল বিকালে শেষ কথা হয়। তখন তো সবই ঠিক ছিল। এরমধ্যে কী ঘটে গেল বুঝতে পারছি না। শুনছি রাতে খাওয়া-দাওয়ার পর বাথরুমে পড়ে গিয়েছিল। কিন্তু হাসপাতালে নিয়ে গেলেও আর বাঁচানো যায়নি। কিন্তু, ওর তো কোনও শারীরিক সমস্যা ছিল না। কী থেকে কী হয়ে গেল বুঝতে পারছি না।”