Virat Kohli’s 100th Test: বিরাটের ১০০তম টেস্টের লগ্নে ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা কী বললেন?
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁর টেস্ট (Test) কেরিয়ারের মাইলস্টোন ম্যাচের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ভিকের রেকর্ড ম্যাচের আগে তাঁর জন্য শুভেচ্ছাবার্তার জোয়ার ভেসে চলেছে। একশোতম টেস্ট ম্যাচের (Virat Kohli’s 100th Test) আগে কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মাও চুপ রইলেন না।
নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁর টেস্ট (Test) কেরিয়ারের মাইলস্টোন ম্যাচের সামনে দাঁড়িয়ে রয়েছেন। ভিকের রেকর্ড ম্যাচের আগে তাঁর জন্য শুভেচ্ছাবার্তার জোয়ার ভেসে চলেছে। একশোতম টেস্ট ম্যাচের (Virat Kohli’s 100th Test) আগে কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মাও (Rajkumar Sharma) চুপ রইলেন না। তাঁর কাছে কোহলির শততম টেস্ট ম্যাচটা বিশেষ হতে চলেছে। তবে কোহলির ছেলেবেলার কোচ এখন স্মৃতিচারণা করছেন, বিরাটের টেস্টে অভিষেকের দিনখানা। ছোট্ট কোহলির মধ্যে ক্রিকেটটা শেখার যে আগ্রহ ছিল, তা আঁচ করতে রাজকুমার শর্মার বেশিদিন লাগেনি। অত্যন্ত ছটফটে একটা বাচ্চা ছেলেকে নিজের হাতে গড়ে পিটে মানুষ করেছিলেন তিনি। দিল্লির সেই বিরাট আজ কিং কোহলি। বিশ্বজুড়ে অগণিত ভক্ত কোহলির।
মোহালিতে কোহলির ১০০তম টেস্টের আগে রাজকুমার বলেন, “আমার এখনও মনে আছে বিরাট যেদিন পূর্ব দিল্লিতে আমার ক্রিকেট অ্যাকাডেমিতে প্রথম দিন এসেছিল। ভীষণ দুষ্টু একটা ছেলে যার মধ্যে শেখার ভরপুর আগ্রহ ছিল এবং ও রীতিমতো উৎসাহী থাকত। যখন ওকে কোচিং করাতাম, তখন আমি অনুভব করেছিলাম, ওর মধ্যে একটা আলাদা সম্ভাবনা রয়েছে। বাকিদের থেকে ও আলাদা। আমার এখনও ২০১১ সালের জুন মাসে সেই দিনটার কথা মনে আছে, যখন ও আমাকে ফোন করে বলেছিল ও ভারতের টেস্ট দলের জন্য নির্বাচিত হয়েছে। সেটা একটা আবেগপূর্ণ মুহূর্ত ছিল। আমরা একে অপরকে জড়িয়ে ধরেছিলাম। আর অবশেষে এখন ও ১০০তম টেস্ট ম্যাচ খেলবে।”
তিনি আরও বলেন, “এটা আমার কাছে অত্যন্ত গর্বের। কারণ আমার এক ছাত্র ভারতের হয়ে তার ১০০তম টেস্ট ম্যাচ খেলবে। আমি ওকে ওর আসন্ন ম্যাচগুলির জন্যও শুভকামনা জানাই।”
চলতি বছরের জানুয়ারি মাসেই বিরাট তাঁর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলে ফেলতেন। কিন্তু প্রোটিয়া সফরে গিয়ে চোটের কারণে তিনি সেখানে দ্বিতীয় টেস্টে খেলেননি। তাই বিদেশের মাটিতে নয়, দেশের মাটিতেই এ বার বিরাট খেলতে চলেছেন তাঁর মাইলস্টোন ম্যাচ। উল্লেখ্যে শুক্রবার মোহালিতে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
আরও পড়ুন: India vs Sri Lanka: সেঞ্চুরি টেস্টে সেঞ্চুরির খোঁজে নামতে চান কিং কোহলি