MS Dhoni: উইনজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডর এ বার ক্যাপ্টেন কুল
ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ধোনির ভ্যালু।
নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ব্র্যান্ড ভ্যালু বর্তমানে হু হু করে বাড়ছে। গত এক মাসে তিনি পর পর পাঁচটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। আইপিএলে (IPL) তাঁর দল চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ট্রেনিং ক্যাম্পের জন্য সুরাতে যাওয়ার আগে, তিনি অনলাইন গেমিং প্ল্যাটফর্ম উইনজোর (WINZO) ব্র্যান্ড অ্যাম্বাসাডার (brand ambassador) হিসেবে সই করেছেন। ব্র্যান্ড এন্ডোর্সমেন্টে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ধোনির ভ্যালু।
উইনজো হল একটি সামাজিক গেমিং প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন মজার গেম খেলতে পারেন, অন্যান্য প্লেয়ারদের বিরুদ্ধে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন এবং টাকা জিততে পারেন। এই প্ল্যাটফর্মটি ভারতের বৃহত্তম গেমিং প্ল্যাটফর্মের একটি। WINZO-র পাশাপাশি ধোনিকে গত ৪ সপ্তাহে TurtleMint (বীমা প্ল্যাটফর্ম), গণেশ হাউজিং, ওরিও, কিনলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করা হয়েছে।
কিনলে, কোকা-কোলা ইন্ডিয়ার মালিকানাধীন একটি প্যাকেজড পানীয় জলের ব্র্যান্ড। তারা প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে ‘বুন্দ বুন্দ মে বিশ্বাস’ নামে একটি নতুন ক্যাম্পেনও চালু করেছে। এ ছাড়াও ধোনিকে স্টার স্পোর্টসের আইপিএল ২০২২ এর ব্র্যান্ড ক্যাম্পেনে অভিনয় করতেও দেখা গেছে।
উইনজো ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে এটি ব্যবহারকারীদের ২০০ কোটিরও বেশি পুরস্কার দিয়েছে। উইনজোর সঙ্গে যোগ দেওয়ার ব্যাপারে ধোনি বলেন, “জয় সবসময় নির্ভর করে মানসিকতা এবং মনোভাবে। উইনজোর পার্টনার হতে পেরে আমি রোমাঞ্চিত।” ধোনির পাশাপাশি উইনজোর সহ-প্রতিষ্ঠাতা, পবন নন্দা বলেন, “এমএস ধোনির সঙ্গে একসাথে আমরা বয়স ও লিঙ্গভেদে এই দেশের জনগণের কাছে সামাজিক গেমিং নিয়ে যেতে চাই।”
আরও পড়ুন: Virat Kohli’s 100th Test: বিরাটের ১০০তম টেস্টে রোহিতের স্পেশাল প্ল্যান কী? জানতে পড়ুন
আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালি টেস্টের আগে প্রেস কনফারেন্সে কী বললেন ভারত অধিনায়ক রোহিত?