India vs Sri Lanka 1st Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ

মোহালিতে প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার ভারত ও দিমুথ করুণারত্নের শ্রীলঙ্কা।

India vs Sri Lanka 1st Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ
India vs Sri Lanka 1st Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2022 | 9:00 PM

মোহালি: আগামীকাল, শুক্রবার থেকে মোহালিতে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ভারতের নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে টিম ইন্ডিয়া। টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন হিটম্যান। পাশাপাশি কাল বিরাট কোহলি তাঁর কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন। লঙ্কানদের বিরুদ্ধে শেষ হওয়া টি-২০ ম্যাচে কোহলি বিশ্রামে ছিলেন। মোহালি টেস্টে নেই চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানেরা। তাঁদের বদলে শ্রেয়স আইয়ারদের সামনে সুবর্ণ সুযোগ থাকছে নিজেদের প্রমাণ করার।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা ৪৪ টি টেস্টে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ২০ বার। শ্রীলঙ্কা জিতেছে ৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১৭ বার। এ ছাড়া ভারতের মাটিতে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ১১ বার জিতেছে ভারত এবং ৯ বার ম্যাচ ড্র হয়েছে। ফলে ভারতের মাটিতে ভারতকে এক বারও টেস্টে হারাতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা।

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটি কবে হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটি আজ শুক্রবার (৪ মার্চ) হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটি মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ম্যাচের আগে ৯টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9 Bangla ওয়েবসাইটে।

আরও পড়ুন: Virat Kohli’s 100th Test: বিরাটের ১০০তম টেস্টে রোহিতের স্পেশাল প্ল্যান কী? জানতে পড়ুন

আরও পড়ুন: Virat Kohli’s 100th Test: কখনও ভাবিনি ১০০ টেস্ট খেলব‌: বিরাট কোহলি

আরও পড়ুন: India vs Sri Lanka: মোহালি টেস্টের আগে প্রেস কনফারেন্সে কী বললেন ভারত অধিনায়ক রোহিত?