Virat Kohli: কোহলির মার্কশিটে ১, ৪, ০! রানে ফিরতে বিরাটকে কোন টোটকা সানির?

Jun 13, 2024 | 1:45 PM

T20 World Cup 2024: আত্মবিশ্বাস ফেরানোর জন্য জয়ের থেকে ভালো আর কোনও বিকল্প নেই। এমন কথাই বলছেন দেশের কিংবদন্তি সুনীল গাভাসকর। ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি এ বারের টি-২০ বিশ্বকাপে ছন্দে নেই। তাঁর ব্যাটে ভারতের হওয়া তিন ম্যাচেই দেখা গিয়েছে রানের খরা। কোহলিকে নিয়ে অবশ্য চিন্তিত নন গাভাসকর।

Virat Kohli: কোহলির মার্কশিটে ১, ৪, ০! রানে ফিরতে বিরাটকে কোন টোটকা সানির?
Virat Kohli: কোহলির মার্কশিটে ১, ৪, ০! রানে ফিরতে বিরাটকে কোন টোটকা সানির?
Image Credit source: X

Follow Us

কলকাতা: বিরাট কোহলির কী হয়েছে? কেন রান পাচ্ছেন না তিনি? আইপিএলের সময় থেকেই বিতর্কে ছিলেন। স্ট্রাইকরেট ইস্যু কি বিশ্বকাপেও (T20 World Cup 2024) মাথায় ঘুরছে তাঁর? আপাতত এই তিনটে প্রশ্নের উত্তর খুঁজছে ভারতীয় ক্রিকেট। বিশ্বকাপে ভারত পরপর ৩টে ম্যাচ জিতে শেষ ৮এ পৌঁছেছে। কিন্তু টকিং পয়েন্ট সেই বিরাট কোহলি। তিনে ব্যাট করা উচিত কিনা, বিশ্বকাপের আগে থেকেই এ নিয়ে চলছিল চর্চা। একটা মহল বলছিল, বিরাট কোহলির (Virat Kohli) উচিত রোহিত শর্মার সঙ্গে ওপেন করা। আরসিবির ছন্দকে তাঁরা যুক্তি হিসেবে তুলে ধরছিলেন। আবার আর একটা দল বলছিল, রোহিত বরং যশস্বীকে সঙ্গে নিয়েই ইনিংস শুরু করুন। বিরাট আসুন তিনে। দুই ওপেনার যদি দ্রুত ফিরে যান, তা হলে বিরাট টিমকে টেনে নিয়ে যেতে পারবেন। ঘটনাচক্রে রোহিতের সঙ্গে ওপেনই করছেন বিরাট। ব্যাটিং অর্ডারেও বেশ কিছু রদবদল হয়েছে। তা যতই হোক না কেন, বিরাটের ব্যাটে রান কই? উদ্বেগ, আশঙ্কা, সমালোচনার মধ্যে দাঁড়িয়ে সুনীল গাভাসকর অন্য কথা বলছেন।

সানির কথাতে সব সময়ই যুক্তি থাকে। তিনি যেমন নির্দ্বিধায় সমালোচনা করেন, তেমনই চাপে থাকা ক্রিকেটারের পাশেও দাঁড়ান। বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে গাভাসকর বলছেন, ‘দেশের হয়ে খেলাটাই যে কোনও ক্রিকেটারের কাছে মোটিভেশন। বিরাট এই কাজটা দায়িত্বের সঙ্গে দীর্ঘ সময় ধরে করে আসছে। ও যে কতটা সফল ক্রিকেটার, তা বলে দিতে হবে না। তাই তিনটে ইনিংস দিয়ে বিরাটকে বিচার করার জায়গা নেই। সামনে সুপার এইট, সেমিফাইনাল, হয়তো ফাইনালও পড়ে রয়েছে ভারতের জন্য। ওর নিজের ওপর যথেষ্ট আস্থা আছে। সেই মতো নিশ্চয়ই প্র্যাক্টিস করছে।’

আত্মবিশ্বাস ফেরানোর জন্য জয়ের থেকে ভালো আর কোনও বিকল্প নেই। এমন কথাই বলছেন দেশের কিংবদন্তি সুনীল গাভাসকর। ভারতীয় সুপারস্টার বিরাট কোহলি এ বারের টি-২০ বিশ্বকাপে ছন্দে নেই। তাঁর ব্যাটে ভারতের হওয়া তিন ম্যাচেই দেখা গিয়েছে রানের খরা। কোহলিকে নিয়ে অবশ্য চিন্তিত নন গাভাসকর। বিরাট ফর্মে না থাকলেও ভয়ের কারণ নেই বলছেন সানি। অপেক্ষা একটাই, আর তা হল কোহলির ফর্মে ফেরা। সানির কথায়, ‘তিনটে ইনিংসে কম রান করার মানে এই নয় যে ও ভালো ব্যাটিং করে না। অনেক সময় বেশ কিছু ভালো ডেলিভারিও আসে। তাই ভয়ের কিছু নেই। ওর ওপর আমাদের ভরসা দেখাতে হবে। শীঘ্রই ও ফর্মে ফিরবে।’

Next Article