IPL 2022: মুম্বইয়ে বিরাট ধাক্কা, হাতের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব

একে পুরো টিমই ফর্মে নেই। তার উপর যিনি টানছিলেন ব্যাট হাতে, তিনিই ছিটকে গেলেন। এ বারের আইপিএলে আর খেলতে পারবেন না সূর্যকুমার যাদব।

IPL 2022: মুম্বইয়ে বিরাট ধাক্কা, হাতের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদব
IPL 2022: মুম্বইয়ে বিরাট ধাক্কা, হাতের চোটে আইপিএল থেকে ছিটকে গেলেন সূর্যকুমার যাদবImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 09, 2022 | 8:55 PM

মুম্বই: চোটের কারণে শুরু থেকে খেলতে পারেননি। আবার চোট তাঁকে ছিটকে দিল এ বারের আইপিএল থেকে। ৬ মে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলার সময় বাঁ হাতের চোট পেয়েছিলেন। তখন থেকেই গুঞ্জন ছিল। তাই সত্যি হল। এ বারের আইপিএলে (IPL 2022) আর দেখা যাবে না মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) সবচেয়ে ফর্মে থাকা ব্যাটার সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। সোমবারই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামল মুম্বই। লিগ টেবলের একেবারে তলানিতে টিম। ১০টা ম্যাচ খেলে মাত্র ৪ পয়েন্ট পয়েছে রোহিত শর্মার টিম। তারই মধ্যে খারাপ খবর। সোমবারই টিম থেকে বাদ যাওয়ার পরই জানানো হয়, সূর্যকে ছাড়াই বাকি ম্যাচ খেলতে হবে রোহিতদের।

আইপিএলে এ বার সব মিলিয়ে ৮টাা ম্যাচ খেলেছেন সূর্য। ৩০৩ রান করেছেন। গড় ৪৩.২৯। করেছেন তিনটে হাফসেঞ্চুরি। দারুণ ফর্মে ছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। শুধু তাই নয়, টিমের বাকি ব্যাটাররা যখন রান দিতে পারছিলেন না, তখন উজ্জ্বল ছিলেন একা সূর্যই। আইপিএলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটার সূর্যকুমার যাদব চোটের কারণে ছিটকে গেলেন আইপিএল থেকে। গুজরাতের বিরুদ্ধে চোট পেয়েছিলেন তিনি।

পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের এ বারের আইপিএল প্রত্যাশার ধারেকাছে পৌঁছতে পারেনি। ঠিকঠাক টিম গোছাতে না পারায় সমস্যা হয়েছে। কিন্তু ভাবা হয়েছিল ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিতে পারবে মুম্বই। তা হয়নি। তার মূল কারণ দুই ওপেনার রোহিত ও ঈশান কিষাণের ফর্মে না থাকা যেমন, তেমনই মিডল অর্ডারে কেউ টানতে পারেননি টিমকে। কায়রন পোলার্ড থেকে শুরু করে জশপ্রীত বুমরা, কেউই সেই অর্থে ফর্মে নেই। সব মিলিয়ে প্রবল চাপের মধ্যেই কাটাচ্ছিল মুম্বই। তা আরও বেড়ে গেল সূর্য ছিটকে যাওয়ায়।