T20 World Cup 2024: কেঁদে ভাসালেন বিরাট-হার্দিকরা, মাঠে গড়াগড়ি খেলেন রোহিত

Jun 30, 2024 | 12:33 AM

২০০৭ সালের পর কেটে গিয়েছিল ১৭টা বছর, টি-২০ বিশ্বকাপ ট্রফি ভারতে আসেনি। ভারতের বিশ্বকাপ ট্রফির খরা অবশেষে কাটল। শেষ বার ২০১৩ সালে আইসিসি ট্রফি এসেছিল ভারতে। ১১ বছর পর ভারতের আইসিসি ট্রফির শাপমোচনও হল। এমন দিনে রোহিত-বিরাটদের আবেগ ঠিকরে বেরোল।

T20 World Cup 2024: কেঁদে ভাসালেন বিরাট-হার্দিকরা, মাঠে গড়াগড়ি খেলেন রোহিত
T20 World Cup 2024: কেঁদে ভাসালেন বিরাট-হার্দিকরা, মাঠে গড়াগড়ি খেলেন রোহিত
Image Credit source: ICC

Follow Us

কলকাতা: বার্বাডোজে এক নাগাড়ে বাজতে শুরু করল বন্দেমাতরম… প্রথমে ভারত অধিনায়ক দু’হাত শূন্যে তুলে জয়ধ্বনি দিলেন। তারপর সবুজ ঘাসের উপর লম্বা হয়ে শুয়ে পড়লেন রোহিত শর্মা। ক্ষণিকের মধ্যে মাঠে দুম দাম হাত দিয়ে মারতে শুরু করলেন। রোহিতকে দেখে বোঝাই যাচ্ছিল, এতদিনের স্বপ্নপূরণ হওয়ায় তিনি ঠিক কতটা খুশি। সঙ্গে সঙ্গে ক্যামেরা ঘুরল বিরাটের দিকে। দু’হাত শূন্যে তুলে সে এক অপার খুশি উদযাপন বিরাট কোহলির। এক এক করে ভারতের ক্রিকেটাররা উচ্ছ্বাস প্রকাশ করতে করতে ঢুকলেন মাঠে। ডাগআউটে ভারতের কোচিং স্টাফরা দু’হাত তুলে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলেন। মুখে হাসি আর চোখে জল দেখা গেল বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পান্ডিয়াদের। ভারত এ বারের টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) জেতার পর এমন দৃশ্যই দেখা গেল বার্বাডোজে।

২০০৭ সালের পর কেটে গিয়েছিল ১৭টা বছর, টি-২০ বিশ্বকাপ ট্রফি ভারতে আসেনি। ভারতের বিশ্বকাপ ট্রফির খরা অবশেষে কাটল। শেষ বার ২০১৩ সালে আইসিসি ট্রফি এসেছিল ভারতে। ১১ বছর পর ভারতের আইসিসি ট্রফির শাপমোচনও হল। এমন দিনে রোহিত-বিরাটদের আবেগ ঠিকরে বেরোল। রাহুল দ্রাবিড় কখনও জড়িয়ে ধরছেন রোহিতকে, কখনও আবার তাঁর বাহুডোরে বিরাট।


হার্দিক পান্ডিয়ার দিকে ক্যামেরা যেতেই দেখা গেল, তিনি তখনও কেঁদে চলেছেন। শেষ ওভারে তিনিই তো বল হাতে প্রোটিয়াদের ছারখার করে দিলেন। ম্যাচ শেষ হতেই ভারতের পতাকা হাতে সম্প্রচারকারী চ্যানেলের সামনে ধরা দেন হার্দিক। ড্রেসিংরুমে যাওয়ার পথে বিরাট-রোহিত একে অপরকে জড়িয়ে শুভেচ্ছা দিলেন। দু’জনের চোখের কোনে চিকচিক করছিল জল। হার্দিকের থেকে পতাকা নিয়ে রোহিতকে তা মাঠের মধ্যে পুঁতে দিতে দেখা যায়। সবার মুখের চওড়া হাসি বলে দিচ্ছিল এত বছরের স্বপ্নপূরণ হওয়ায় এখন উৎসবে মেতেছেন বিরাটরা।

Next Article