কলকাতা: বন্যায় একেবারে বিধ্বস্ত পরিস্থিতি ফ্লোরিডায়। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2024) নিউ ইয়র্ক পর্ব শেষ করে ফ্লোরিডায় পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট টিম। শনিবার লডারহিলে রয়েছে ভারত-কানাডা ম্যাচ। আর এই মুহূর্তে ফ্লোরিডা, মায়ামিতে বানভাসি অবস্থা। যার ফলে রোহিত-বিরাদের অনুশীলনে বিঘ্ন ঘটেছে। এই পরিস্থিতিতে এ বার ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন, ভারত-কানাডা (India vs Canada) ম্যাচ নির্বিঘ্নে হবে তো?
নিউজ-১৮-এর এক রিপোর্ট অনুযায়ী, টি-২০ বিশ্বকাপে কানাডা ম্যাচের আগে ফ্লোরিডায় ১৪ জুন ভারতের অনুশীলন ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই প্র্যাক্টিস সেশন বাতিল করে দেওয়া হয়েছে। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে জানানো হয়েছে পুরো সপ্তাহ জুড়েই সেখানে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে শনিবার হতে চলা ভারত-কানাডা ম্যাচ বাতিল হওয়ার সম্ভবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই মুহূর্তে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। নিউ ইয়র্কে জয়ের হ্যাটট্রিক করে ফ্লোরিডায় পৌঁছেছে মেন ইন ব্লু। ইতিমধ্যেই সুপার এইটে ওঠার টিকিট পেয়েছে টিম ইন্ডিয়া। অপরাজিত থেকে ভারত সুপার এইট সফর শুরু হবে কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেট প্রেমীদের।
New York ✅#TeamIndia arrive in Florida 🛬 for their last group-stage match of the #T20WorldCup! 👍 pic.twitter.com/vstsaBbAQx
— BCCI (@BCCI) June 14, 2024
মায়ামির উত্তর দিকে এক ঘণ্টার দূরত্বে অবস্থিত লডারহিল। সেখানে গ্রুপ পর্বে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও কানাডার ম্যাচ রয়েছে। ফ্লোরিডায় বানভাসি অবস্থার কারণে এই ম্যাচগুলিতে প্রভাব পড়তে পারে। এর আগে চলতি টি-২০ বিশ্বকাপে লডারহিলে শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচ ছিল। বৃষ্টির কারণে ওই ম্যাচ বাতিল হয়ে যায়। আজ, শুক্রবার লডারহিলে মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচ রয়েছে। এ বার দেখার ওই ম্যাচ বিনা ব্যাঘাতে হয় কিনা।