AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kapil Dev: ‘প্রয়োজনের সময় দলের কাজে না এলে বাদ দিতে হবে বিরাট-রোহিত-রাহুলদেরও’, বললেন কপিল দেব

দলের প্রয়োজনের সময় কাজে না আসলে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), লোকেশ রাহুলকেও (KL Rahul) বাদ দেওয়ার কথা ভাবতে হবে। বেশ কড়া ভাষায় কোহলিদের নিয়ে রীতিমতো সমালোচনা করলেন কপিল দেব।

Kapil Dev: 'প্রয়োজনের সময় দলের কাজে না এলে বাদ দিতে হবে বিরাট-রোহিত-রাহুলদেরও', বললেন কপিল দেব
কপিল দেবImage Credit: Kapil Dev Twitter
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 1:43 PM
Share

নয়াদিল্লি: চলতি বছরে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আসর। ২০২১ সালের কুড়ি বিশের বিশ্বকাপে সুপার-১২ থেকেই বিদায় নিয়েছিল ভারত। এ বারের বিশ্বকাপের আগে থেকেই ভারতের টপ অর্ডার নিয়ে ভাবা দরকার এমনটাই মনে করছেন ৮৩-র বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev)। বড় মাপের প্লেয়ার হলে একটা আলাদা চাপ থাকেই। কিন্তু সেই চাপটা কাটিয়ে ওঠাই আসল। দলের প্রয়োজনের সময় কাজে না আসলে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), লোকেশ রাহুলকেও (KL Rahul) বাদ দেওয়ার কথা ভাবতে হবে। বেশ কড়া ভাষায় এই নিয়ে রীতিমতো সমালোচনা করলেন কপিল দেব।

বিরাট-রোহিত-রাহুলদের নিয়ে সম্প্রতি ইউটিউব চ্যানেলের আনকাট নামের শো-তে কপিল দেব বলেন, “ওদের রীতিমতো সুনাম থাকার জন্য ওদের ওপর চাপটাও বেশি থাকে। যদিও সেটা কিন্তু হওয়ার কথা নয়। ভরডরহীন ক্রিকেটটা খেলতে হবে ওদের। ওরা সবাই ১৫০-১৬০ স্ট্রাইক রেটে রান তুলতে পারে। কিন্তু যখনই ওদের কাছ থেকে আমাদের রানের প্রয়োজন হয়, ওরা তখনই আউট হয়ে বসে। যখন ইনিংসকে টেনে তোলার সময় আসে, ওরা আউট হয়ে যায়। এটা দলের উপর সত্যি চাপ তৈরি করে দেয়। হয় তুমি অ্যাঙ্করের ভূমিকা পালন করো, না হলে স্ট্রাইকারের।”

ভারতীয় দলে ওপেনিংয়ের ভূমিকায় একাধিক বিকল্প রয়েছে। রাহুল-রোহিত যদি টি-২০ ফর্ম্যাটে দলের প্রয়োজন অনুযায়ী না খেলতে পারে, তা হলে তাঁদেরও বদলে দিতে হবে। লোকেশ রাহুলের ব্যাপারে কপিল দেব বলেন, “লোকেশ রাহুলের দিকে তাকালে, ওকে যদি দল পুরো ২০ ওভার খেলে আসতে বলে, এবং ও যদি ৮০-৯০ রান করে, তা হলে ঠিক আছে। বাকি রান অন্য ব্যাটাররা করে দেবে। তবে যদি ৬০ রানে নট-আউট থাকে ও, তবে ও কিন্তু দলের প্রতি সুবিচার করছে না মোটেও। এটার পরিবর্তন করতে হবে।”

কপিল দেব আরও বলেন, “আমি মনে করি এসব ক্ষেত্রে প্রয়োগ কৌশল পালটানো দরকার। আর যদি সেটা না হয়, তবে প্লেয়ার বদল করে ফেলতে হবে। একজন বড় প্লেয়ারের কাছ থেকে বড় পারফর্ম্যান্স আশা করা হয়। তবে শুধু বড় খোলোয়াড় হিসেবে খ্যাতি থাকলেই চলে না, তাঁকে দারুণ পারফর্ম্যান্সও মেলে ধরতে হবে।”