কলকাতা: রঞ্জি ট্রফির (Ranji Trophy ) আসন্ন পর্বে দেখা যাবে না বিরাট কোহলিকে (Virat Kohli)। ঘাড়ের চোটের কারণে তিনি ঝুঁকি নিতে নারাজ। ২৩ জানুয়ারি থেকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জিতে দিল্লির পরবর্তী ম্যাচ। আপাতত যা জানা গিয়েছে, তাতে সেখানে বিরাটকে খেলতে দেখা যাবে না। ইতিমধ্যেই বোর্ডের মেডিকেল টিমকে নিজের চোটের কথা জানিয়েছেন বিরাট। এই ঘাড়ের চোটের ব্যথা কমানোর জন্য কোহলিকে ইঞ্জেকশনও নিতে হয়েছিল। কোহলির পাশাপাশি টিম ইন্ডিয়ার আর এক তারকা ক্রিকেটার চোট পেয়েছেন। তিনিও সরে দাঁড়ালেন রঞ্জি ট্রফি থেকে।
বিরাটের ঘাড়ে চোট। আর লোকেশ রাহুল কনুইয়ে চোট পেয়েছেন। তিনি তাই কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফিতে খেলতে পারবেন না। ২৩ জানুয়ারি কর্নাটকের ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। নিজের কনুইয়ের চোটের খবর রাহুল বিসিসিআইয়ের মেডিকেল টিমকে জানিয়েছেন।
রঞ্জি ট্রফির এর পরের ম্যাচ শুরু হবে ৩০ জানুয়ারি থেকে। ততদিনে আবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজ শুরু হওয়ার সময় চলে আসবে। ৬ ফেব্রুয়ারি থেকে ভারত ও ইংল্যান্ডের একদিনের সিরিজ শুরু হবে। এই পরিস্থিতিতে বিরাট-রাহুলরা ফের প্রস্তুতি নেওয়ার সুযোগ মিস করতে চলেছেন।
উল্লেখ্য, দিল্লির হয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিরাটকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে না দেখা গেলেও ঋষভ পন্থকে দেখা যাবে। তাঁর পাশাপাশি শুভমন গিলকে পঞ্জাবের হয়ে রঞ্জিতে খেলতে দেখা যাবে। রবীন্দ্র জাডেজা খেলবেন সৌরাষ্ট্রর হয়ে। এদিকে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল মুম্বই রঞ্জি টিমের সঙ্গে অনুশীলন করেছেন, ফলে তাঁদেরও রঞ্জিতে খেলতে দেখা যেতে পারে বলেই মনে করছে ক্রিকেট মহল।