India vs Bangladesh: বুমরার সামনেই বোলিং অ্যাকশন নকল কোহলি-জাডেজার! তারপর যা হল…

Sep 27, 2024 | 4:08 PM

Watch Video: জসপ্রীত বুমরার সামনে তাঁরই বোলিং অ্যাকশন নকল করেন বিরাট। তবে তিনি একা নন, তাঁকে সঙ্গ দেন রবীন্দ্র জাডেজাও। চোখের সামনে নিজের বোলিং অ্যাকশন বিরাট ও জাডেজাকে করতে দেখে কী করলেন জসপ্রীত বুমরা?

India vs Bangladesh: বুমরার সামনেই বোলিং অ্যাকশন নকল কোহলি-জাডেজার! তারপর যা হল...
বুমরার সামনেই বোলিং অ্যাকশন নকল কোহলি-জাডেজার! তারপর যা হল...
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) অত্যন্ত মজার মানুষ। বাইশ গজে তিনি যতটা আগ্রাসী, ঠিক ততটাই খোশমেজাজেও থাকেন। একাধিক ম্যাচ চলাকালীন মাঠে তাঁকে দেখা যায় নাচ করতে, সতীর্থদের নকল করতে। কানপুরেও এমন দৃশ্য দেখা গেল। জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) সামনে তাঁরই বোলিং অ্যাকশন নকল করেন বিরাট। তবে তিনি একা নন, তাঁকে সঙ্গ দেন রবীন্দ্র জাডেজাও (Ravindra Jadeja)। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে গিয়েছে সেই ভিডিয়ো। চোখের সামনে নিজের বোলিং অ্যাকশন বিরাট ও জাডেজাকে করতে দেখে কী করলেন জসপ্রীত বুমরা?

নেটদুনিয়ায় ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, কানপুর টেস্টের টসের আগে জসপ্রীত বুমরার সামনে দাঁড়িয়ে তাঁরই বোলিং অ্যাকশন নকল করেন রবীন্দ্র জাডেজা এবং বিরাট কোহলি। জাড্ডু ও কোহলি সতীর্থর বোলিং স্টাইল নকল করে দেখাতে দেখাতে হাসতে থাকেন। সেই সময় তাঁদের পাশে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা মুচকি মুচকি হাসতে থাকেন।

ঠিক যে জায়গায় বুমরার সামনে বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা তাঁকে নকল করছিলেন, পাশেই ছিলেন গম্ভীরের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। তিনিও কোহলিদের কাণ্ড দেখে হাসতে থাকেন। শুধু তিনিই নয়, সেখানে থাকা টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালও হাসি চেপে রাখতে পারেননি। আর ওই ভিডিয়ো এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক। প্রথম দিন কানপুরে পুরো ওভার খেলা হয়নি। ৯০ ওভারের দিনের খেলার জায়গায় আজ ৩৫ ওভারের খেলা হয়েছে গ্রিনপার্কে। দিনের শেষে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। ক্রিজে মোমিনুল হক ৪০ রানে নট আউট আর মুশফিকুর রহিম রয়েছেন ৭ রানে অপরাজিত।

Next Article