Team India Practice Match : পুরনো রোগে আক্রান্ত কোহলি, রোহিতের অর্ধশতরান, ওপেনিংয়ে যশস্বী!
রোহিত শর্মাকে ছন্দে দেখা গেলেও বিরাট কোহলি দ্রুত আউট হয়ে হতাশ। পুরনো রোগ পিছু ছাড়ছে না তাঁর।
বার্বাডোজ : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২ জুলাই থেকে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। মাসখানেকের বিশ্রাম সেরে তার আগে মাঠে নেমে পড়ল ভারতীয় দল। বার্বাডোজে শুরু হয়েছে ভারতীয় দলের ২ দিনের প্র্যাকটিস ম্যাচ। দলকে দুটি ভাগে ভাগ করে নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলা হচ্ছে। দুই দলেই যাতে ১১ জন করে ক্রিকেটার থাকেন সেই কারণে ৮ জন প্রথম শ্রেণির ক্রিকেটারকে এই প্রস্তুতি ম্যাচের জন্য নেওয়া হয়েছে। প্রস্তুতি ম্যাচে আরও একবার বাঁ হাতি পেসারদের বিরুদ্ধে বিরাট কোহলির দুর্বলতা ধরা পড়ল। প্রস্তুতি ম্যাচে দ্রুত আউট হয়ে ফিরলেন। তবে ছন্দে দেখা গিয়েছে রোহিত শর্মাকে। আরও একটি চমক দেখা গিয়েছে প্রস্তুতি ম্যাচে। শুভমন গিল দলে থাকা সত্ত্বেও ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে নেমেছিলেন যশস্বী জয়সওয়াল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট ম্যাচ শুরু হতে বেশি দিন নেই। বার্বাডোজে আজ ভারতের টপ ব্যাটার রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল এবং অজিঙ্ক রাহানেকে একটি টিমে রাখা হয়েছে। অন্য টিমে রয়েছেন জয়দেব উনাদকট, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজার মতো প্রথম সারির বোলাররা।
India’s warm up match.
Video Courtesy: Instagram/cricbarbados#IndianCricketTeam pic.twitter.com/ZawSnvYsqt
— Aniket (@anikkkett) July 5, 2023
ব্যাটাররা জুটি বেঁধে ব্যাট করতে নেমেছিলেন। কোহলির সঙ্গে দেখা গিয়েছে শুভমন গিলকে। এদিন কোহলিকে আউট করেন জয়দেব উনাদকট। তবে শুরুটা ভালো করেছিলেন বিরাট। কিন্তু উনাদকটের অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপের ফিল্ডারের হাতে ধরা পড়ে। ম্যাচে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল অর্ধশতরান হাঁকান। যশস্বী তো ছন্দে ছিলেনই। রোহিতের ব্যাটিং দেখে স্বস্তি পেয়েছেন ভারতীয় সমর্থকরা। টেস্টে সাধারণ রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামেন শুভমন গিল। তবে চেতেশ্বর পূজারার অনুপস্থিতিতে গিলকে তিন নম্বরে খেলানোর পরিকল্পনা করছে বোর্ড।