Virat Kohli Rahul Dravid : কখনও ভাবিনি…দ্রাবিড়কে পাশে নিয়ে নস্ট্যালজিয়ায় ডুব দিলেন বিরাট
India vs West Indies : ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত। এই মাঠের সঙ্গে রাহুল দ্রাবিড় ও বিরাট কোহলির একসঙ্গে স্মৃতি জড়িয়ে রয়েছে।
ডমিনিকা : আগামী নভেম্বরে ৩৫ বছরে পা দেবেন বিরাট কোহলি (Virat Kohli)। কেরিয়ারের এক দশক পূর্ণ করে ফেলেছেন। একটা সময় যাঁদের সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন তাঁদের বেশিরভাগই অবসরের গ্রহে। হাতে গোনা ক্রিকেটার রয়েছেন যাঁরা এখনও বিরাটের সতীর্থ। এমন একটা সময়ে বারবার পিছনে দিকে তাকাতে ইচ্ছে করে। ফেলে আসা দিনগুলি নিয়ে নস্ট্যালজিয়ায় ডুবে যেতে হয়। ডমিনিকার উইন্ডসর পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে কোচ রাহুল দ্রাবিড়কে সঙ্গে নিয়ে স্মৃতিচারণায় ডুব দিলেন কোহলি। ২০১৭ সালের উইন্ডসর পার্কে প্রথম টেস্ট খেলা হচ্ছে। সব মিলিয়ে পঞ্চম টেস্ট। কাকতালীয়ভাবে ডমিনিকায় প্রথম টেস্ট খেলা হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। ২০১১ সালের জুলাই মাসে। এক দশকেরও বেশি সময় পর সেই দলের একমাত্র ক্রিকেটার হিসেবে বর্তমান ভারতীয় টিমে রয়েছেন বিরাট কোহলি। ২০১১ সালের ওই টিমে ছিলেন রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid)। যিনি আজ ভারতীয় দলের কোচ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
উইন্ডসর পার্ক স্টেডিয়ামে রাহুল দ্রাবিড়ের সঙ্গে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেন বিরাট কোহলি। ক্যাপশনে লেখেন, “২০১১ সালের ডমিনিকায় অনুষ্ঠিত ভারতের শেষ টেস্টে মাত্র দু’জন বর্তমান টিমে রয়েছেন। কখনও ভাবিনি যে এই যাত্রায় ভিন্ন ভূমিকায় আমরা একত্রিত হব। ভীষণ কৃতজ্ঞ।” সেই সময় দুই ক্রিকেটার কেরিয়ারের একদম বিপরীত দিকে ছিলেন। রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষ্মণের বর্ণাঢ্য কেরিয়ার শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট খেলে। অন্যদিকে ২০ জুন ওই সিরিজেরই প্রথম টেস্টে বিরাট কোহলির অভিষেক হয়। ম্যাচটি ড্র হয়েছিল। রাহুল দ্রাবিড় দুই ইনিংসে ৫ ও ৩৪ রান করেন। বিরাট প্রথম ইনিংসে ৩৪ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাননি।
View this post on Instagram
এরপর বিরাট কোহলি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। দ্রাবিড় অবসরের পর কোচিংয়ে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন। বর্তমানে সিনিয়র টিমে কোচের ভূমিকায় দ্রাবিড়। এদিকে ভারতীয় ক্রিকেটে বিরাটের নেতৃত্বযুগ শেষ হয়েছে আগেই। আগামী কয়েক বছরের মধ্যে আন্তর্জাতিক কেরিয়ারেও ইতি টানবেন বিরাট।