Wanindu Hasaranga: ঋণ শোধ! পাক স্পিনারকে মুহতোড় জবাব ওয়ানিন্দু হাসারঙ্গার
Sri Lanka vs Pakistan, Asia Cup 2025: পাক স্পিনারের সেলিব্রেশন অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরবর্তীতে সেটিই হয়ে ওঠে আবরারের পরিচিতি। এশিয়া কাপেও উইকেট নিয়ে এমন সেলিব্রেশন করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়ে বিদ্রুপ করেন আবরার। বোলিংয়ে এসে ঋণ শোধ করে মুহতোড় জবাব ওয়ানিন্দু হাসারঙ্গার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ মনে পড়ে? কয়েক মাস আগেরই কথা। শুভমন গিলকে ফিরিয়ে মাঠ ছাড়ার সেলিব্রেশন করেছিলেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। ম্যাচ অবশ্য জিততে পারেনি পাকিস্তান। কিং কোহলি দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচই শুধু জেতা নয়, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও ভারত দখলে নিয়েছিল। পাক স্পিনারের সেলিব্রেশন অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। পরবর্তীতে সেটিই হয়ে ওঠে আবরারের পরিচিতি। এশিয়া কাপেও উইকেট নিয়ে এমন সেলিব্রেশন করেছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়ে বিদ্রুপ করেন আবরার। বোলিংয়ে এসে ঋণ শোধ করে মুহতোড় জবাব ওয়ানিন্দু হাসারঙ্গার।
এশিয়া কাপের সুপার ফোর পর্বে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরেছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল আবরার আহমেদের সেলিব্রেশন। তবে এই ম্যাচে স্পেশাল অঙ্গভঙ্গি। ওয়ানিন্দু হাসারঙ্গারও ট্রেডমার্ক সেলিব্রেশন রয়েছে। হাসারঙ্গাকে আউট করে তাঁরই সেলিব্রেশন নকল করে বিদ্রুপ আবরার আহমেদের।
পাকিস্তানকে মাত্র ১৩৩ রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা। এই রান খুবই কম। ওপেনিং জুটিতেই ৪৫ রান তুলে নিয়েছিল পাকিস্তান। এরপরই অবশ্য সাময়িক বিপর্যয়। এর অন্যতম কারণ ওয়ানিন্দু হাসারঙ্গা। মহেশ থিকসানার বোলিংয়ে মিড অফে এক হাতে অবিশ্বাস্য় একটা ক্য়াচ নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফকর জমানাকে ফেরান। টুর্নামেন্টের সেরা ক্য়াচও বলা যায়।
The wicket 🗿 The celebration 🗿🗿🗿
Wanindu Hasaranga is giving it back with interest 🔥
Watch #PAKvSL LIVE NOW on the Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #DPWorldAsiaCup2025 pic.twitter.com/sKVxNygeBK
— Sony Sports Network (@SonySportsNetwk) September 23, 2025
এরপর বোলিংয়ে এসে পাকিস্তানের তিনে নামা ব্যাটার সায়াম আয়ুবকে ফিরিয়ে আবরার আহমেদের সেই সেলিব্রেশন করে বিদ্রুপের জবাব দেন ওয়ানিন্দু হাসারঙ্গা। জায়ান্ট স্ক্রিনে বারবার সেই সেলিব্রেশন দেখানো হয়। ক্যামেরা ধরে পাক স্পিনার আবরারকেও।
