AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Wasim Akram, IND vs PAK Final: বোলারদের রানমেশিন! দেশের প্লেয়ারকেই কটাক্ষ পাক কিংবদন্তির

India vs Pakistan, Asia Cup 2025: লাগাতার একপেশে জয়ে একঘেয়ে বিষয় হয়ে দাঁড়িয়েছে সূর্যকুমার যাদবের কাছে। যে কারণে সুপার ফোরের ম্যাচের পর মন্তব্য করেছিলেন, এই ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতার নাম না দেওয়াই শ্রেয়। ফাইনালে ভারতের কাছে হারের পর নিজের দেশের ক্রিকেটারকে 'রান মেশিন' তকমা দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম।

Wasim Akram, IND vs PAK Final: বোলারদের রানমেশিন! দেশের প্লেয়ারকেই কটাক্ষ পাক কিংবদন্তির
Image Credit: PTI
| Updated on: Sep 29, 2025 | 11:30 PM
Share

নবমবার এশিয়া সেরার খেতাব জিতেছে ভারতীয় ক্রিকেট দল। রবিবার দুবাইতে ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টের এই সংস্করণে সব মিলিয়ে তৃতীয় সাক্ষাৎ। ফল একই। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে খেতাব ভারতের। টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিকই শুধু নয়, সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্বে এবং সুপার ফোরে পাকিস্তানকে একপেশে ম্যাচে হারিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। ফাইনালে কিছুক্ষণের জন্য সামান্য লড়াই দেখা যায় পাকিস্তানের থেকে। তাদের বিরুদ্ধে লাগাতার একপেশে জয়ে একঘেয়ে বিষয় হয়ে দাঁড়িয়েছে সূর্যকুমার যাদবের কাছে। যে কারণে সুপার ফোরের ম্যাচের পর মন্তব্য করেছিলেন, এই ম্যাচকে আর প্রতিদ্বন্দ্বিতার নাম না দেওয়াই শ্রেয়। ফাইনালে ভারতের কাছে হারের পর নিজের দেশের ক্রিকেটারকে ‘রান মেশিন’ তকমা দিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম।

ফাইনালে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের দুই ওপেনার সাহিবজ়াদা ফারহান ও ফকর জামান। দলীয় ৮৪ রানে ওপেনিং জুটি ভাঙে। তার আগে অবধি যে পরিস্থিতিতে ছিল পাকিস্তান, মনে হয়েছিল বোর্ডে অন্তত ১৮০ জুড়বে। ১১৩ রানে পাকিস্তানকে দ্বিতীয় ঝটকা দেয় ভারত। তাতেও অন্তত ১৬০ রান সম্ভব ছিল। কিন্তু পরপর উইকেট নিতে থাকেন ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব এক ওভারেই তিন উইকেট নেন। মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান ইনিংস।

রান তাড়ায় পাওয়ার প্লে-তেই ভারতের তিন উইকেট নেয় পাকিস্তান। মিডল অর্ডার টুর্নামেন্টে সেই অর্থে পরীক্ষিত ছিল না। ভারতীয় ক্রিকেট প্রেমীদের মধ্যে কিছুক্ষণের জন্য় আশঙ্কা ভিড় করেছিল। কিন্তু তিলক ভার্মা ও শিবম দুবে জুটি ক্রমশ ম্যাচ ক্লোজ করতে থাকে। ১৫তম ওভারে হ্যারিস রউফকে আক্রমণে আনেন পাক ক্যাপ্টেন সলমন আলি আঘা। সেই ওভার ১৭ রান তোলে ভারত। এরপর থেকে ক্রমশ ম্যাচ ভারতের নিয়ন্ত্রণে আসে। শেষ অবধি ২ বল বাকি থাকতেই জয়।

হ্য়ারিস রউফকে কোটার ৪ ওভার বোলিং করতে হয়নি। তাঁর ৩.৪ ওভারে ৫০ রান তোলেন ভারতীয় ব্যাটাররা। চারটি বাউন্ডারি এবং তিনটি ওভার বাউন্ডারি। ম্যাচ শেষে লাইভ টিভিতে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম ভারতীয় ব্যাটারদের, বিশেষ করে তিলক ভার্মা ও শিবম দুবেকে যেমন প্রশংসায় ভরিয়ে দেন, তেমনই বিঁধতে ছাড়েননি। বিদ্রুপের হাসিতে বলেন, ‘দুর্ভাগ্যবশত ও হচ্ছে রান মেশিন, তবে বোলারদের। বিশেষ করে ভারতের বিরুদ্ধে। আমি ওকে তিরস্কার করছি না, সারা দেশ এমনই বলছে। ও তো রেড বল ক্রিকেট খেলে না। উন্নতির কোনও সম্ভাবনাও নেই। এমন প্লেয়ারকে টিমে না রাখাই শ্রেয়।’

কেরিয়ারে একটি মাত্র টেস্ট খেলেছেন হ্যারিস রউফ। ঘরোয়া ক্রিকেটে লাল-বলের ম্যাচ সর্বসাকুল্যে ১১টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৯৪টি ম্যাচ। এর মধ্যে ১৩৩টি উইকেট থাকলেও তাঁর ইকোনমি ৮.৩৮! রানমেশিন বলাই যায়।