AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket: বাংলাদেশ-শ্রীলঙ্কা বাতিল, ফের কবে নামছে ভারতীয় ক্রিকেট দল? রইল সূচি

Indian Cricket Team Upcoming Fixture: সেই সিরিজও হচ্ছে না। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এমনকি টেস্ট অধিনায়ক শুভমন গিলও ঘরোয়া ক্রিকেটে দলীপ ট্রফিতে নামবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফের কবে দেখা যাবে ভারতীয় দলকে?

Indian Cricket: বাংলাদেশ-শ্রীলঙ্কা বাতিল, ফের কবে নামছে ভারতীয় ক্রিকেট দল? রইল সূচি
Image Credit: ICC
| Updated on: Aug 08, 2025 | 7:52 PM
Share

জমজমাট ইংল্যান্ড সফর শেষ। এরপর! বছরভর টানা ক্রীড়াসূচি থাকে ভারতের। ইংল্যান্ড সফর শেষেও ছিল। বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। তবে সে দেশের রাজনৈতিক পরিস্থিতির জেরে সফর বাতিল করা হয়েছে। আগামী বছর এই সফর হওয়ার কথা। বাংলাদেশ সফর বাতিল হওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে ভারতীয় বোর্ডকে দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সিরিজও হচ্ছে না। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এমনকি টেস্ট অধিনায়ক শুভমন গিলও ঘরোয়া ক্রিকেটে দলীপ ট্রফিতে নামবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফের কবে দেখা যাবে ভারতীয় দলকে?

দ্বিপাক্ষিক সিরিজ আপাতত নেই। ভারতীয় দলের জন্য বিরল দীর্ঘ বিরতি। ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। সেটা দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ভারত। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো দুই তারকা কবে ফিরবেন, সেটাও বড় প্রশ্ন। টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন দু-জনই। রইল বাকি ওয়ান ডে ফরম্যাট। এখনও অবধি ধরে নেওয়া যায়, তাঁরা ওয়ান ডে-তে সুযোগ পাবেন। সেক্ষেত্রে কবে মাঠে নামবেন রোহিত-বিরাট?

সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে। সুতরাং, বিরাট-রোহিতদের দেখার সম্ভাবনা নেই। অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ রয়েছে। দুটো ম্যাচ হবে। সুতরাং, বিরাট-রোহিতকে দেখার সম্ভাবনার জন্য অপেক্ষা করতে হবে ১৯ অক্টোবর অবধি। অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে টি-টোয়েন্টির পাশাপাশি ওডিআই সিরিজও রয়েছে। ওয়ান ডে দিয়েই সফর শুরু হবে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সব কিছু ঠিক থাকলে ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ার পার্থে দেখা যাবে রো-কো জুটিতে।

এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘ সিরিজ রয়েছে ভারতের। শুরুটা হবে টেস্ট দিয়ে। ৩০ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। এরপর টি-টোয়েন্টিও রয়েছে। ফলে নভেম্বরে আরও একবার দেখা যেতে পারে বিরাট-রোহিতকে।