KKR vs LSG IPL 2022 Match Prediction: মরণ বাঁচন ম্যাচ জিতে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে চায় কেকেআর

Kolkata Knight Riders vs Lucknow Super Giants Preview: শেষ দুটো ম্যাচ জেতায় হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেকেআর। ধারাবাহিকতা দেখাতে তৎপর নাইট রাইডার্স। রাহুল, ডি'ককদের বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন শ্রেয়সদের। আবেশ খান, মহসিন খানের আগুনে পেস সামলাতে হবে নাইট রাইডার্সকে। তাই বাড়তি সতর্ক হয়েই আজ মাঠে নামতে হবে শ্রেয়স আইয়ার, নীতীশ রানাদের।

KKR vs LSG IPL 2022 Match Prediction: মরণ বাঁচন ম্যাচ জিতে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে চায় কেকেআর
কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস।
Follow Us:
| Edited By: | Updated on: May 18, 2022 | 8:00 AM

মুম্বই: আইপিএলে (IPL 2022) আজ ডিওয়াই পাটিল স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের ((Lucknow Super Giants) মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে আছে লখনউ। অন্য দিকে ১৩ ম্যাচে নাইটদের ঝুলিতে ১২ পয়েন্ট। দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ। লখনউ ২ নম্বরে থাকলেও, রাজস্থান জেতার পর তিনে নেমে গিয়েছেন রাহুলরা। রান রেটে এগিয়ে থাকার সুবাদে উপরে উঠে গিয়েছেন সঞ্জু স্যামসনরা। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দিল্লি ক্যাপিটালস (১৩ ম্যাচে ১৪ পয়েন্ট), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১৩ ম্যাচে ১৪ পয়েন্ট)। নাইটদের কাছে শেষ ম্যাচটাই ডু অর ডাই। প্লে অফে পৌঁছতে হলে এটা জিততেই হবে শ্রেয়সদের। এ ছাড়া দিল্লি আর ব্যাঙ্গালোরের দিকেও তাকিয়ে থাকতে হবে নাইটদের। একই সঙ্গে রানরেটও ভালো রাখতে হবে। শেষ ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছবে কেকেআর। অন্য দিকে ১৬ পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা আছে দিল্লি আর ব্যাঙ্গালোরের। তাই নিজেদের জয়ের পাশাপাশি বাকি দুই দলের হারের প্রার্থনাও করতে হবে কেকেআরকে। সবার আগে নিজেদের কাজটাই দায়িত্বের সঙ্গে পালন করতে চান রাসেলরা। হারলেই প্লে অফে ওঠার আশা শেষ হয়ে যাবে। শেষ ল্যাপে জমে গিয়েছে আইপিএলের পয়েন্ট টেবিল। লখনউ পরপর দুটো ম্যাচ হেরেছে। অন্যদিকে কেকেআর শেষ দুটো ম্যাচেই জিতেছে।

প্রথম সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কার দলের কাছে হারতে হয়েছিল শাহরুখের দলকে। এ বার বদলার পালা শ্রেয়সদের কাছে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে।

শেষ দুটো ম্যাচ জেতায় হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কেকেআর। ধারাবাহিকতা দেখাতে তৎপর নাইট রাইডার্স। রাহুল, ডি’ককদের বিরুদ্ধে লড়াইটা বেশ কঠিন শ্রেয়সদের। আবেশ খান, মহসিন খানের আগুনে পেস সামলাতে হবে নাইট রাইডার্সকে। তাই বাড়তি সতর্ক হয়েই আজ মাঠে নামতে হবে শ্রেয়স আইয়ার, নীতীশ রানাদের। টপ অর্ডার গত ম্যাচেও ক্লিক করেনি। রাসেলের ঝোড়ো ইনিংসই বাঁচিয়েছিল দলকে। এই ম্যাচেও জ্বলে উঠতে চান দ্রে রাস। লখনউয়ের শক্তপোক্ত ব্যাটিং অর্ডার ভাঙতে সাউদি, উমেশ যাদবরাই ভরসা নাইটদের। এ ছাড়া রাসেলের মিডিয়াম পেসও বিপক্ষের বিপদ ডেকে আনতে পারে। হারানোর কিছু নেই। ডু অর ডাই ম্যাচে অল আউট ঝাঁপাতে তৈরি কেকেআর।

আইপিএলের শুরুর দিকে ভালো ছন্দে থাকলেও হঠাৎই ছন্দপতন হয়েছে লখনউয়ের। আজ জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে। একই সঙ্গে দু নম্বরেও উঠে আসবেন লোকেশ রাহুলরা। দ্বিতীয় স্থানে থাকার মরিয়া চেষ্টা চালাবে লখনউ। হারলেই প্লে অফে ওঠা নিয়ে সংশয় বাড়বে। সেক্ষেত্রে দিল্লি আর ব্যাঙ্গালোর জিতলে দুই দলই ১৬ পয়েন্টে পৌঁছবে। তখন রান রেটের বিচারেই ভাগ্য ঠিক হবে। তাই ওই রাস্তায় না হেঁটে, বরং কেকেআরকে হারাতে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামতে চায় লখনউ সুপার জায়ান্টস। অধিনায়ক কেএল রাহুল ফর্মে নেই। কুইন্টন ডি’ককও রানের মধ্যে নেই। নাইটদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া দুই ব্যাটারই। একই সঙ্গে আবেশ খান, মহসিন খান, জেসন হোল্ডাররাও প্রস্তুত নাইট ব্যাটিং অর্ডারকে কুপোকাত করতে। জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে দুই দলই। উপভোগ্য ম্যাচের আশায় ক্রিকেটপ্রেমীরাও।

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

কেকেআর স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।

আরও পড়ুন: India vs South Africa: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার