MI vs RR IPL 2022 Match Prediction: মালিঙ্গা, বোল্ট ফ্যাক্টরই রোহিতদের মাথাব্যথা

Mumbai Indians vs Rajasthan Royals Preview: রাজস্থানের টপ অর্ডার এই আইপিএলের অন্যতম সেরা। জস বাটলারের সঙ্গে ওপেনিংয়ে যশস্বী জসওয়াল পাওয়ার প্লে-কে কাজে লাগাতে পারেন। দেবদত্ত পাড়িক্কল থাকায় ব্যাটিং ভিত আরও মজবুত হয়েছে। চার নম্বরে অধিনায়ক সঞ্জু স্যামসন। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করেন রাজস্থানের ক্যাপ্টেন।

MI vs RR IPL 2022 Match Prediction: মালিঙ্গা, বোল্ট ফ্যাক্টরই রোহিতদের মাথাব্যথা
মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 9:00 AM

মুম্বই: গত আইপিএলটা (IPL 2022) ভালো না হলেও, এ বারের আইপিএল অভিযানটা বেশ ভালোই হয়েছে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। প্রথম ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে যাত্রা শুরু করেছেন সঞ্জু স্যামসনরা। আজ দুপুরে ডিওয়াই পাটিলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে নামছে রাজস্থান। মুম্বইয়ের বিরুদ্ধে ২৫ বারের মুখোমুখি সাক্ষাৎকারে ১১ বার জিতেছে রাজস্থান। ১৩ বার জিতেছে মুম্বই। আর ১টা ম্যাচ পরিত্যক্ত। প্রথম ম্যাচেই ব্যাটিং-বোলিং উভয় বিভাগে প্রাধান দেখিয়েছে রাজস্থান। অন্যদিকে মুম্বইয়ের আইপিএল শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বড় রান করেও তা আটকাতে পারেনি মুম্বই। ঘুরে দাঁড়ানো লড়াই রোহিত শর্মাদের। হাইভোল্টেজ ম্যাচের আগে অনুশীলনে একসঙ্গে দেদার আড্ডা দেন রোহিত শর্মা, সঞ্জু স্যামসনরা। রাজস্থানের বোলিং কোচ লাসিথ মালিঙ্গা। অনুশীলনে প্রাক্তন সতীর্থকে দেখে খোশমেজাজে আড্ডা দিলেন মুম্বইয়ের জসপ্রীত বুমরা, কায়রন পোলার্ড।

রাজস্থানের টপ অর্ডার এই আইপিএলের অন্যতম সেরা। জস বাটলারের সঙ্গে ওপেনিংয়ে যশস্বী জসওয়াল পাওয়ার প্লে-কে কাজে লাগাতে পারেন। দেবদত্ত পাড়িক্কল থাকায় ব্যাটিং ভিত আরও মজবুত হয়েছে। চার নম্বরে অধিনায়ক সঞ্জু স্যামসন। গত ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করেন রাজস্থানের ক্যাপ্টেন। পাঁচে শিমরন হেটমেয়ার, ছয়ে রিয়ান পরাগ। দলে যোগ দিয়েছেন প্রকৃত অলরাউন্ডার জিমি নিশাম। একই সঙ্গে রাজস্থানের বোলিং বিভাগও বেশ ভালো। ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা পেস অ্যাটাকে। স্পিন বিভাগে চাহাল-অশ্বিন জুটি।

অন্যদিকে রাজস্থান ম্যাচের আগে মুম্বই শিবিরে যোগ দিয়েছেন সূর্যকুমার যাদব। ব্যাটিং ভিত আরও অনেকটা মজবুত হয়েছে। ওপেনিংয়ে ঈশান কিশান প্রথম ম্যাচেই বড় রান পেয়েছেন। এমনকি রোহিত শর্মাও ঝোড়ো ব্যাটিং করেন। অলরাউন্ডার কায়রন পোলার্ড যে কোনও সময়ই ফ্যাক্টর। বোলিং বিভাগে আছেন বুমরা, মিলস, মুরুগ্গান অশ্বিন আর বাসিল থাম্পি।

মুম্বই দলের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন লাসিথ মালিঙ্গা। এ বারে তিনি রাজস্থানের বোলিং কোচ। রোহিত, ঈশান, সূর্যকুমার, পোলার্ডদের দুর্বলতা ভালোই জানেন তিনি। একই সঙ্গে রাজস্থান দলে আছেন ট্রেন্ট বোল্ট। কিউয়ি পেসারও হাতের তালুর মতো চেনেন রোহিতদের। ডিওয়াই পাটিলের ২২ গজও ব্যাটারদের জন্য উপযুক্ত। শনিবাসরীয় দুপুরে হাড্ডাহাড্ডি ম্যাচে উত্তাপ ছড়াতে মুখিয়ে দুই শিবিরই।

আরও পড়ুন: IPL 2022: শিবমের ওভারের সঙ্গে উইল স্মিথ-ক্রিস রকের চড় মাড়ার তুলনা টানলেন বীরু