Sourav Ganguly: আন্তর্জাতিক ক্রিকেটেও কি ইমপ্যাক্ট প্লেয়ার? MCC ক্রিকেট কমিটির সদস্য সৌরভ বলছেন…
Sourav Ganguly on Impact Player: এমসিসি ক্রিকেট কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কোনও নিয়ম আনার ক্ষেত্রে ভূমিকা নেয় এই কমিটি। তাদের সিদ্ধান্তেই সায় দেয় আইসিসি।
ঘরোয়া ক্রিকেটে ট্রায়ালের পর আইপিএলের ১৬তম সংস্করণে দেখা গিয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার রুল। একাদশের বাইরে একজনকে প্রয়োজন অনুযায়ী কোনও প্লেয়ারের পরিবর্তে নামানো হয়েছে। এতে অনেক টিমই লাভবান হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের কথাই ধরা যাক। চোট থাকা সত্ত্বেও খেলতে পেরেছেন ফাফ ডুপ্লেসি। তিনি শুধু ব্যাটিং করেছেন। পরিবর্তে অন্য কাউকে নামানো হয়েছে। এ বার কি আন্তর্জাতিক ক্রিকেটেও দেখা যেতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম? কী বলছেন এমসিসি ক্রিকেট কমিটির সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এমসিসি ক্রিকেট কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আন্তর্জাতিক ক্রিকেটে নতুন কোনও নিয়ম আনার ক্ষেত্রে ভূমিকা নেয় এই কমিটি। তাদের সিদ্ধান্তেই সায় দেয় আইসিসি। একটি ফুড ডেলিভারি অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এক ক্লিকেই বিভিন্ন প্রান্তে খাবার পৌঁছে দেবে এই সংস্থা। শহরে তারই অনুষ্ঠানে টিভি নাইন বাংলার প্রশ্নে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে সৌরভ বলেন, ‘এখনও পর্যন্ত আমাদের এজেন্ডায় এই বিষয়টি নেই। তবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম খুবই ভালো।’ সুদূর ভবিষ্যতে হয়তো এই নিয়ম দেখা যেতেই পারে!
দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। সেমিফাইনাল সহ ইডেন গার্ডেন্সে পাঁচটি ম্যাচ রয়েছে। বাংলা ক্রিকেট সংস্থা চাইলেও ক্রিকেট কমিটিতে ঢুকতে চান না মহারাজ। তবে বিশ্বকাপ নিয়ে বড় প্রত্যাশা রয়েছে তাঁর। গত তিনটি বিশ্বকাপেই একটি ট্রেন্ড দেখা গিয়েছে। ২০১১ সালে ভারত, ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং ২০১৯ সালে ইংল্যান্ড, শেষ তিনটি বিশ্বকাপই আয়োজক দেশ জিতেছে। তাই এ বারও ভারতেরই পাল্লা ভারী দেখছেন মহারাজ।
শনিবার সৌরভের জন্মদিন। এ বারের জন্মদিন কলকাতাতেই পরিবারের সঙ্গে কাটাবেন সৌরভ। কন্যা সানাও কলকাতাতেই রয়েছেন। গত বছর জন্মদিনে লন্ডনে ছিলেন মহারাজ।