AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Women’s Cricket World Cup 2025: রবিবার ফের ভারত-পাকিস্তান, হ্যান্ডশেক করবেন হরমনপ্রীতরা!

Women's Cricket World Cup 2025 India vs Pakistan: ভারতের মাটিতে চলছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন হরমনপ্রীতরা। রবিবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। প্রশ্ন একটাই, হ্যান্ডশেক করবেন হরমনপ্রীতরা?

Women's Cricket World Cup 2025: রবিবার ফের ভারত-পাকিস্তান, হ্যান্ডশেক করবেন হরমনপ্রীতরা!
Image Credit: PTI
| Updated on: Oct 02, 2025 | 12:11 AM
Share

সদ্য এশিয়া কাপের বিতর্ক এখনও তরতাজা। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর প্রথম বার বাইশগজে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সব মিলিয়ে এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয় দু-দল। তিন ম্যাচেই জিতেছে ভারত। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে হারিয়েই নবম বার এশিয়া সেরা। ভারতীয় পুরুষ দলের পর এ বার মহিলা ক্রিকেট দল। ভারতের মাটিতে চলছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। যুগ্ম আয়োজক শ্রীলঙ্কা। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছেন হরমনপ্রীতরা। রবিবার কলম্বোয় পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। প্রশ্ন একটাই, হ্যান্ডশেক করবেন হরমনপ্রীতরা?

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচের আগে টসের সময় পাক ক্যাপ্টেন সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, ম্যাচ জিতেও হাত না মিলিয়েই ড্রেসিংরুমে গিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দেয় ভারতীয় শিবির। যা নিয়ে প্রবল অপমানিত পাকিস্তান। কম জলঘোলা হয়নি। কেন হাত মেলাননি, পুরস্কার বিতরণ এবং ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে তা পরিষ্কার করে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। বাকি দুই ম্যাচেও হাত মেলানো হয়নি। এমনকি ফাইনালে টসের সময় ব্রডকাস্টারের পক্ষ থেকে ভারত অধিনায়কের সঙ্গে কথা বলার জন্য রবি শাস্ত্রী এবং পাকিস্তান ক্যাপ্টেনের জন্য ওয়াকার ইউনিস ছিলেন।

রবিবার ভারত-পাকিস্তান মেয়েদের বিশ্বকাপের ম্যাচেও নো-হ্যান্ডশেক নীতী বজায় থাকবে, ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে এমনটাই খবর। বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘ভারতীয় বোর্ড সরকারের সঙ্গে কথা বলেই এই পলিসি ঠিক করেছে। টসের সময় এবং ম্যাচ শেষে কোনও হ্যান্ডশেক হবে না। কোনও ফটোশুটও হবে না।’ সুপার সান ডে-তে আরও একটা ভারত-পাকিস্তান ম্যাচের অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। টানা চার রবিবার পাকিস্তানের বিরুদ্ধে জয় দেখতে মুখিয়ে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।