Yuzvendra Chahal-Virat Kohli: বিরাটের ফর্ম নিয়ে সমস্যা কোথায়? প্রশ্ন ভারতীয় স্পিনারের
বিরাট যদি ক্রিজে থাকে এবং ততক্ষণে ১৫-২০ রান করে ফেলেছে। আমি জোর দিয়ে বলছি, কোনও বোলারই তাঁকে বোলিং করতে চায় না।
নয়াদিল্লি : বিরাট কোহলি (Virat Kohli) ফর্মে নেই। ক্রিকেট বিশ্বে আলোচনা সেটাই। ভারতীয় দলের তারকা লেগস্পিনার এমনটা মনে করছেন না। তার কাছে বিরাট কোহলির ফর্ম ( Lean patch) মানেই শতরানের ইনিংস নয়। অনেক অবদানই ঢাকা পড়ে যায়। যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) যাই মনে করুন। ২০১৯’র এর পর বিরাট কোহলির ব্যাটে শতরান নেই। বিরাটের মানের ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ টি শতরান করেছেন, তার ব্যাটে তিন বছর শতরান না আসা নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। ২০১৯’র নভেম্বরে গোলাপি টেস্টে শেষ শতরান এসেছিল বিরাটের ব্যাটে। এরপর থেকে শুধুই ৭১ নম্বর শতরানের অপেক্ষা। ম্যাচের আগে প্রস্তুতিতে ছন্দেই দেখায় বিরাটকে। তার প্রভাব অন্তত দেখা যায়নি। সামনেই এশিয়া কাপ। ইংল্যান্ড সফরের পর দীর্ঘ বিশ্রামে ছিলেন বিরাট। এশিয়া কাপে কি ফর্মে ফিরবেন?
যুজবেন্দ্র চাহাল মনে করেন, শতরান না করলেও ব্যাট হাতে অনেক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন বিরাট। সমস্যা হল, সবাই শুধু বিরাটের শতরান নিয়েই মাথা ঘামাচ্ছে…। জাতীয় দলের এই লেগস্পিনার বলছেন, ‘টি ২০ ক্রিকেটে ৫০ এর উপর ব্যাটিং গড়। দুটি টি ২০ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০ টি শতরান। সব ফরম্যাটে বিরাটের গড় দেখলেই বোঝা যাবে। সমস্যা হল, আমরা শুধু বিরাটের শতরান নিয়ে ভাবছি। ও যে ৬০-৭০ রানের অবদান গুলো রেখেছে এই সময়ের মধ্যেও, সেগুলো নিয়ে কেউ বলছি না। কারণ, বিরাট নিজের স্ট্যান্ডার্ড সেটাই গড়ে রেখেছে।’
যুজবেন্দ্র চাহালের আরও দাবি, বিরাট যদি কিছুটা রান করেই ক্রিজে থাকে, বিশ্বের কোনও বোলারই বিরাটকে বল করতে চায় না। চাহাল বলছেন, ‘বিরাট যদি ক্রিজে থাকে এবং ততক্ষণে ১৫-২০ রান করে ফেলেছে। আমি জোর দিয়ে বলছি, কোনও বোলারই তাঁকে বোলিং করতে চায় না।’ ধোনি থেকে শুরু করে বিরাট-রোহিত। অনেকের নেতৃত্বেই খেলেছেন যুজবেন্দ্র চাহাল। রোহিত এবং বিরাটের নেতৃত্বের ধরণ নিয়েও প্রশ্ন করা হয় চাহালকে। কার নেতৃত্বে চাহালের ভূমিকা কী, সেই প্রসঙ্গেও জানতে চাওয়া হয়। চাহাল বলছেন, ‘অধিনায়ক আলাদা হলেও আমার ভূমিকা একই থাকে। আমাকে উইকেট নেওয়ার দায়িত্বেই ব্যবহার করা হয়। আমার কাছে ওরা সকলেই সমান। বোলিংয়ের ক্ষেত্রে আমাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। আমি কী চাই, সেটাও জানতে চায়। কখনও রোহিত জিজ্ঞেস করে, এই হল পরিস্থিতি, তুমি কী করতে চাও। এটা অনেকেই জানে, বোলারদের ক্ষেত্রে একটা মূহূর্তের জন্যও রিল্যাক্সড থাকা যায় না।’