East Bengal: আইএসএলে প্রথম পয়েন্টের খোঁজে বদলে যাওয়া ইস্টবেঙ্গল
ISL 2024-25: শনিবার আইএসএলে মিনি ডার্বিতে মহমেডানের (Mohammedan) বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। মহমেডানকে কোনও মতেই হালকা ভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।
কলকাতা: হাফডজন হারের ক্ষতে এ বার প্রলেপ দিতে মরিয়া লাল-হলুদ শিবির। চলতি আইএসএলে দেখতে দেখতে ৬টা ম্যাচ খেলেছে ইস্টবেঙ্গল (East Bengal)। একটিতেও জয়ের স্বাদ পায়নি কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাব। শনিবার আইএসএলে মিনি ডার্বিতে মহমেডানের (Mohammedan) বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। মহমেডানকে কোনও মতেই হালকা ভাবে নিচ্ছেন না ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।
শনিবারের মিনি ডার্বির প্রতিপক্ষ মহমেডানকে মেপে লাল-হলুদের ৪৭ বছর বয়সী কোচ প্রেস কনফারেন্সে বলেছেন, ‘মহমেডান দলে কাসিমভ, ফ্রাঙ্কা, অ্যালেক্সি গোমেজের মতো খেলোয়াড় আছে। ওদের দলটা বেশ ভালো। আমাদের সতর্ক থাকতে হবে। কলকাতা ডার্বি সম্মানের। আমাদের দল এখন বেশ ব্যালান্সড। তারপরও বলব রক্ষণেও বিশেষ নজর রাখতে হবে।’
কলাকাতায় পা রাখার পর থেকে অস্কারের অভিজ্ঞতা এখনও ভালো হয়নি। খানিক আক্ষেপের সুরেই মিনি ডার্বির আগে যে কারণে তিনি বললেন, ‘আমি প্রথম দিন কলকাতায় আসার পর এখানে কোনও অভ্যর্থনা পাইনি। ডার্বিতে হেরেছি। ওড়িশা ম্যাচেও হার। অভিজ্ঞতা খুবই খারাপ। এরপর এএফসিতে খেলতে যাই। এখন সেই চ্যাপ্টারও শেষ। আবার মার্চ মাসে গিয়ে সেটা ভাবব। একটা কথা বলতে পারি, এই ইস্টবেঙ্গলকে ঘিরেই এখন আমার আশা এবং উত্তেজনা সব কিছু জড়িয়ে রয়েছে।’
ভারতের ফুটবলারে আস্থা নাকি বিদেশিতে ভরসা রাখতে চান অস্কার? তাঁর কথায়, ‘বিদেশি বা দেশীয় ফুটবলার, এই সব ফারাক বুঝি না। আমি বুঝি পারফরম্যান্স। আর ওটাই আমার কাছে শেষ কথা। আমার দলের ভারতীয় ফুটবলাররা শেখার চেষ্টা করছে। এটাই আমার ভালো লেগেছে।’
মহমেডান ম্যাচের আগে ক্লেটন সিলভার অবস্থা নিয়েও জানালেন ইস্টবেঙ্গল কোচ। তিনি বলেন, ‘আগামিকাল আমাদের জায়গা দখল করতে হবে। সেটা উপরে আক্রমণে হোক বা রক্ষণে। ক্লেটন এই সপ্তাহে আরও গুরুত্ব দিয়ে অনুশীলন করেছে। ওকে নিয়ে আমি খুশি। এ বার আগামিকাল মাঠে নেমে আমাদের প্রমাণ করতে হবে।’