ISL 2024-25: চাকরি বাঁচাতে ডার্বিতেই পাখির চোখ মহমেডান কোচের

চোটের কারণে আইএসএলে মিনি ডার্বির আগের দিন প্র্যাক্টিস করেননি ইস্টবেঙ্গলের নন্দ কুমার। অন্যদিকে কী অবস্থা মহমেডানের? কী ভাবছেন আদজেইদের কোচ?

ISL 2024-25: চাকরি বাঁচাতে ডার্বিতেই পাখির চোখ মহমেডান কোচের
ISL 2024-25: লাল-হলুদে লম্বা চোটের তালিকা! মিনি ডার্বিতে আরও ভয়ঙ্কর হয়ে নামছে মহমেডান
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2024 | 4:46 PM

কলকাতা: আইএসএলে (ISL) মিনি ডার্বির আগে চোটে বিপর্যস্ত ইস্টবেঙ্গল (East Bengal)! হঠাৎ এ কথা কেন? শনি-সন্ধেয় মহমেডানের বিরুদ্ধে নামার আগে ইস্টবেঙ্গল শিবিরের অবস্থা বলতে গিয়ে উঠে আসছে সেই চোটের তালিকা। যেখানে ঘুরছে হেক্টর ইউস্তে, নিশু কুমার ও নন্দ কুমারের নাম। মহমেডানের বিরুদ্ধে চোটের জন্য নেই হেক্টর ইউস্তে। নিশু কুমার চোট সারিয়ে সুস্থ হচ্ছেন। আবার চোটের কারণে ম্যাচের আগের দিন প্র্যাক্টিস করেননি নন্দ কুমার। কী অবস্থা মহমেডানের (Mohammedan)? কী ভাবছেন আদজেইদের কোচ?

প্রেস কনফারেন্সে লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোর পাশে ছিলেন নন্দ কুমার। তিনি বলেন, ‘আমাদের ক্লিনশিট রাখতে হবে। ক্লিনশিট রাখলে তবেই ঝুলিতে ৩ পয়েন্ট আসবে।’ নন্দ কুমারকে অবশ্য ম্যাচের আগের দিন অনুশীলন করতে দেখা যায়নি। জানা গিয়েছে, তাঁর পায়ে ব্যথা। যার ফলে প্রশ্ন উঠছে, তা হলে কি মিনি ডার্বির আগে তাঁকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে লাল-হলুদ শিবিরে? তিনি অন্যান্য প্লেয়াররা যখন প্র্যাক্টিস করছিলেন, মাঠে ছিলেন। এরপর দলের ফিজিয়ো ও ট্রেনার যখন তাঁর সঙ্গে কথা বলছিলেন, সেই সময় তিনি পায়ে ব্যথার জায়গাটা দেখান। তার একটু পর ড্রেসিংরুমে ফিরে যান। উল্লেখ্য, প্রভাত লাকরা লাল কার্ড দেখায় এই ম্যাচে নেই।

মহমেডান শিবিরে একজনকে ছাড়া চোট নিয়ে সেই অর্থে মাথাব্যথা নেই। ইস্টবেঙ্গল ম্যাচে চোটের জন্য নেই আদজেই। এই ম্যাচ মহমেডানের কাছে ঘুরে দাঁড়ানোর ম্যাচ। চলতি মরসুমে একটি মাত্র জয়ের মুখ দেখেছে মহমেডান। একাধিক ম্যাচ হেরে বিপর্যস্ত দল। সেখান থেকে ইস্টবেঙ্গলকে হারিয়ে ৩ পয়েন্টেই ফোকাস করছে চের্নিশভের ছেলেরা।

ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে আন্দ্রে চের্নিশভ প্রেস কনফারেন্সে বলেন, ‘ইস্টবেঙ্গল ছন্দে আছে। হাই প্রেস ফুটবল খেলে। ওদের ব্যক্তিগত কোনও ফুটবলারকে নিয়ে ভাবছি না। ১১ জনকে নিয়েই ভাবছি। কোচেদের জীবন এমনই। আমি কালকের ম্যাচ নিয়েই ফোকাস করছি। ঘুরে দাঁড়াতেই হবে।’

দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?