El Clasico: সুপারকোপার এল ক্লাসিকোতে হার বার্সার

এল ক্লাসিকোতে শততম জয় রিয়াল মাদ্রিদের। তবে হারলেও দুরন্ত পারফর্ম করে বার্সা।

El Clasico: সুপারকোপার এল ক্লাসিকোতে হার বার্সার
El Clasico: সুপারকোপার এল ক্লাসিকোতে হার বার্সার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2022 | 3:55 PM

রিয়াধ: সুপারকোপার (Supercopa) এল- ক্লাসিকোতে (El Clasico) হার বার্সেলোনার (Barcelona)। ৩-২ গোলে বার্সাকে হারাল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। এল ক্লাসিকোতে শততম জয় রিয়াল মাদ্রিদের। তবে হারলেও দুরন্ত পারফর্ম করে বার্সা। সুপারকোপার সেমিফাইনালে হারের পর ছেলেদের খেলার প্রশংসা করেন কোচ জাভি। ৯০ মিনিট ম্যাচের ফল ২-২ থাকলেও অতিরিক্ত সময়ে বাজিমাত রিয়ালের।

খেলার ২৫ মিনিটে ভিনিশিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ (১-০)। ৪১ মিনিটে ডি জংয়ের গোলে সমতায় ফেরে বার্সেলোনা (১-১)। ৭২ মিনিটে করিম বেঞ্জেমা গোল করে ফিরিয়ে দেন রিয়াল মাদ্রিদকে (২-১)। ৮৩ মিনিটে ২-২ করে এল ক্লাসিকো জমিয়ে দেন আন্সু ফাতি। ৯০ মিনিট ম্যাচ ২-২ থাকার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ ভালভার্দের জয়সূচক গোলে ৩-২ জিতে সুপার কোপার ফাইনালে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ হারের পর বার্সা কোচ জাভি বলেন, ‘ম্যাচ হারলেও দলের খেলায় আমি খুশি। আমার ছেলেরা আজ দারুন লড়াই চালিয়েছে। এ এক অন্যরকম অনুভূতি। কারণ ভালো খেলেও আমরা ম্যাচটা জিততে পারিনি। ম্যাচে অনেকটা বেশি প্রাধান্য নিয়েই আমরা খেলেছিলাম। তবু ম্যাচটা জিততে পারিনি।’

আরও পড়ুন: Spanish Super Cup: এল ক্লাসিকোতে রিয়ালের কাছে হার জাভির বার্সার