Cristiano Ronaldo: সবচেয়ে দামি! ১২ হাজার ৪৩১ কোটি টাকার মালিক
First Billionaire Player: মাঠ ও মাঠের বাইরে একাধিক সাফল্য ও রেকর্ড রয়েছে তাঁকে ঘিরে। সিআর সেভেন এবার করে ফেললেন নতুন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে বিলিওনেয়ার হলেন পর্তুগিজের সুপারস্টার। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সের বিচারে রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার।

কলকাতা: ৯৪৬ গোল করে ফেলেছেন। লক্ষ্য হাজার। ৪১ বছরেও তাই চূড়ান্ত ফিট। দেশের হয়ে নিয়মিত খেলছেন। আগামী বছরের বিশ্বকাপটা শুধু খেলবেন তাই নয়, জিতে স্মরণীয় করে রাখতে চান। এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আধুনিক ফুটবলের বিস্ময়। মাঠ ও মাঠের বাইরে একাধিক সাফল্য ও রেকর্ড রয়েছে তাঁকে ঘিরে। সিআর সেভেন এবার করে ফেললেন নতুন রেকর্ড। প্রথম ফুটবলার হিসেবে বিলিওনেয়ার হলেন পর্তুগিজের সুপারস্টার। ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সের বিচারে রোনাল্ডোর মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। ভারতীয় মূল্যে যা ১২ হাজার ৪৩১ কোটি টাকা।
রোনাল্ডোর এই অবাক করা সাফল্যের পর একটাই প্রশ্ন, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি কোথায় আছেন এই তালিকায়? না, মেসি ধারেকাছে নেই রোনাল্ডোর। সিআর সেভেনের এই বিপুল সম্পত্তির পিছনে তিনটে কারণ— এক, বিপুল মাইনে। দুই, স্পনসরশিপ থেকে প্রাপ্ত অর্থ। তিন, নিজের ব্যক্তিগত ভেঞ্চারে সাফল্য। ইউরোপের ক্লাবে খেলার সময় মেসি আর রোনাল্ডোর মাইনের মধ্যে একটা সাযুজ্য ছিল। কিন্তু ২০২৩ সালে সৌদির ক্লাব আল নাসেরে যোগ দেওয়ার পর থেকে মেসিকে ছাপিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছেন রোনাল্ডো। ২০০ মিলিয়ন ডলারের ট্যাক্স ফ্রি মাইনে, ৩০ মিলিয়ন ডলার বোনাস, ক্লাবের শেয়ার এবং ব্যক্তিগত জেট ব্যবহার করার অনুমতি। ২ বছরে রোনাল্ডো প্রায় ৫৫০ মিলিয়ন ডলার রোজগার করেছেন।
এখানেই শেষ নয়, স্পনসরশিপ থেকে বিপুল অর্থ প্রতি বছর রোজগার করেন রোনাল্ডো। নাইকির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে আছেন সিআর সেভেন। তার জন্য বছরে ১৮ মিলিয়ন ডলার রোজগার তাঁর। আর্মানি এবং ক্যাস্ট্রল থেকে বছরে ১৭৫ ডলার আয়। সেই সঙ্গে সিআর সেভেন নামে হোটেল, জিম, ফ্যাশন প্রোডাক্টও আছে তাঁর। লিসবনে ২০ মিলিয়ন ইউরোর বিশাল এস্টেট রয়েছে রোনাল্ডোর। আয়ের সূত্র এখানেই শেষ হবে না। সোশ্যাল মিডিয়া থেকেও রয়েছে আয়। রোনাল্ডোর পর ওই তালিকায় আর কোনও ফুটবলার থাকলে তিনি অবশ্য মেসিই। যাঁর পুরো সম্পত্তির পরিমাণ ৬০০ মিলিয়ন ডলার।
