Qatar World Cup: কাতারি দর্শকদের জন্য বিশ্বকাপের টিকিটের দাম কমাল ফিফা
করোনার কথা মাথায় রেখে বিশ্বকাপের (Qatar World Cup) সাধারণ গ্যালারির টিকিটের দাম কমাল ফিফা (FIFA)। যাতে কাতারের আমজনতা এবং ওই দেশে চাকরিরত অন্য দেশের নাগরিকরা ঘরের মাঠে বিশ্বকাপের স্বাদ নিতে পারে।
দোহা: করোনার কথা মাথায় রেখে বিশ্বকাপের (Qatar World Cup) সাধারণ গ্যালারির টিকিটের দাম কমাল ফিফা (FIFA)। যাতে কাতারের আমজনতা এবং ওই দেশে চাকরিরত অন্য দেশের নাগরিকরা ঘরের মাঠে বিশ্বকাপের স্বাদ নিতে পারে। ১১ ডলারে পাওয়া যাবে সেই টিকিট। ভারতীয় টাকায় যে টিকিটের দাম ৮১৯। তবে, ম্যাচ প্রতি কত সংখ্যক সমর্থক ওই টিকিট কেনার সুযোগ পাবেন, তা অবশ্য বলা হয়নি।
আন্তর্জাতিক সমর্থকদের জন্য সাধারণ টিকিটের দাম অবশ্য অনেকটাই বেশি থাকছে। ৬৯ ডলার খরচ করতে হবে টিকিট প্রতি। রাশিয়া বিশ্বকাপের (Russia World Cup) থেকে কাতার বিশ্বকাপের টিকিটের দাম বেশ কিছুটা কম। তবে ফাইনাল দেকার জন্য বেশ দাম দিতে হবে টিকিটের। ১৬০৭ ডলার পড়বে। এ বারই প্রথম শীতলাকীন বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। এই টুর্নামেন্ট যাতে সাফল্য পায়, তার জন্য সব রকম চেষ্টা চালাবে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। কাতারও দেশের মাঠে বিশ্বকাপকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে কম চেষ্টা করেনি। বিপুল অর্থ খরচ করে ন’টা স্টেডিয়াম তৈরি করা হয়েছে। তবে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা ফুটবল প্রেমীদের জন্য হোটেলের সংখ্যা কম কাতারের মতো ছোট দেশে। অনেককেই ক্রুজে থাকতে হবে।
কাতারের আয়োজক কমিটির শীর্ষ কর্তা নাসির আল খাতির বলেছেন, ‘পশ্চিম এশিয়া এবং দুবাইয়ের প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপকে অসাধারণ একটা ইভেন্ট হিসেবে বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য। ফুটবল ঘিরে যে প্যাশন রয়েছে কাতারের, সেটা দেখানোর জন্য মুখিয়ে রয়েছি আমরা। একটা নতুন সংস্কৃতির স্বাদ দিতে চাই।’