Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manchester United: এফএ কাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়, ছিটকে গেল এভারটন

শুক্রবারের ম্যাচের নায়ক ছিলেন মার্কাস ব়্যাশফোর্ড। প্রিমিয়ার লিগের এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৫ বছরের এই ফরোয়ার্ড। ১৭ ম্যাচে ৭ বার গোলের দেখা পেয়েছেন তিনি।

Manchester United: এফএ কাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জয়, ছিটকে গেল এভারটন
এফএ কাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাফল্যImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2023 | 1:09 PM

লন্ডন:  এফএ কাপে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) জয়। শুক্রবার এফএ কাপে এভারটনের মুখোমুখি হয়েছিল এরিক টেন হ্যাগের দল। ৩-১ ব্যবধানে প্রতিপক্ষ পরাজিত করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রাক্তন দল। গোলের দেখা পেয়েছেন মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford), অ্যান্টোনি। একটি গোল আত্মঘাতী। হেরে এফএ কাপ থেকে বিদায় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের এভারটনের। ম্যাচের বিস্তারিত ফলাফল তুলে ধরল TV9 Bangla

শুক্রবারের ম্যাচের নায়ক ছিলেন মার্কাস ব়্যাশফোর্ড। প্রিমিয়ার লিগের এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৫ বছরের এই ফরোয়ার্ড। ১৭ ম্যাচে ৭ বার গোলের দেখা পেয়েছেন তিনি। এফএ কাপের প্রথম ম্যাচেই প্রতিপক্ষের জালে বল জড়ালেন ম্যান ইউ-এর তারকা ফরোয়ার্ড। দলের হয়ে প্রথম গোলটি করেন অ্যান্টোনি। এরপর কনর কোয়াডি আত্মঘাতী গোলে ব্যবধান হয় ২-০। এভারটন তখন গোল শোধ করার জন্য মুখিয়ে রয়েছে। ম্যানইউ-এর রক্ষণভাগ ভেঙে এক গোল দিয়ে প্রায়শ্চিত্ত করেন এভারটনের ১৪ নং জার্সির মালিক কনর কোয়াডি। তাতে শেষ রক্ষা হয়নি। সংযুক্তি সময়ে মার্কাস ব়্যাশফোর্ডের গোলে জয় নিশ্চিত করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

ম্যাচ সেরার খেতাব উঠেছে ব়্যাশফোর্ডের হাতে। শুক্রবার এক অন্য ফুটবল খেলেন তিনি। শুধু গোল করেই নয় দলকে একাধারে খেলিয়েছেন তিনি। এভারটন বারবার আক্রমণে ফিরতে চাইলেও ব়্যাশফোর্ড বাহিনীর কাছে সুবিধা করে উঠতে পারেনি এভারটন।