Champions League: ডাবল লেগের সেমিফাইনাল তুলে দিতে চলেছে উয়েফা, কারণ কী?

এত দিনের ফর্ম্যাট ভেঙে নতুন চেহারায় আসতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ। সপ্তাহ ব্যাপী ফুটবল উৎসব করতে চাইছে উয়েফা। যে কারণে এই নতুন ভাবনা।

Champions League: ডাবল লেগের সেমিফাইনাল তুলে দিতে চলেছে উয়েফা, কারণ কী?
চ্যাম্পিয়ন্স লিগকে আরও আকর্ষণীয় করে তোলাই লক্ষ্য।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2022 | 9:00 AM

লন্ডন: ২০২৪-২৫ মরসুম থেকে কি চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ফর্ম্যাট বদলে যেতে পারে? তেমনই সম্ভাবনা দেখা দিয়েছে। ইউরোপের ফুটবল গভর্নিং বডি বা উয়েফা (UEFA) কিছু রদবদল করতে চলেছে চ্যাম্পিয়ন লিগের। উয়েফা নতুন মডেল হিসেবে নিয়ে আসতে চলেছে ‘সপ্তাহভর ফুটবল উৎসব’ (Week Of Football Festival)। এর অর্থ হল, ছেলেদের, মেয়েদের এবং যুব চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল একই সপ্তাহে, একই শহরে আয়োজন করা। যাতে পুরো ইউরোপ এই চ্যাম্পিয়ন লিগ নিয়ে বুঁদ থাকতে পারে। আর তার অঙ্গ হিসেবে বদলে যেতে চলেছে ফর্ম্যাট। নতুন এই ফর্ম্যাট কী? দু’লেগের বদলে নকআউট ভিত্তিতে সেমিফাইনাল হবে। সে ক্ষেত্রে আর ঘরের মাঠে খেলার সুবিধা পাবে না কোনও টিম। ঠিক যেমন ফাইনাল হয়, সে ভাবেই আয়োজন করা হবে। আর তাই সেমিফাইনালের জন্য বাড়তি সময় নষ্ট করতে চাইছে না উয়েফা।

গ্রুপ লিগ থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত ডাবল লেগে খেলা হয়। রোমাঞ্চ ধরে রাখার জন্য এঅই ফর্ম্যাট ১৯৫৫ সাল থেকে চলছে। যা এ বার বদলাতে চলেছে উয়েফা। কেন বদলের ভাবনা? যাতে চ্যাম্পিয়ন্স লিগকে আরও রোমাঞ্চকর করে তুলে যায়। উয়েফার প্রেসিডেন্ট আলেকসান্দার সেফেরিন বলেছেন, ‘যে ভাবনা নিয়ে এগনো হচ্ছে, তা বাস্তবায়িত হলে ব্রডকাস্টার, স্পনসরদের জন্য দারুণ হবে। তিনটে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল একই সপ্তাহে হবে। তাতে কিন্তু উত্তেজনা আরও বাড়বে।’

আমেরিকার সুপার বোল প্রতিযোগিতা এই ফর্ম্যাটেই হয়। ওই খেলা ঘিরে উত্তেজনা কম নেই। উয়েফার কর্তারা যা দেখে অনুপ্রাণিত হয়ে একই ফর্ম্যাট নিয়ে আসতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগে। এমনিতেই গ্রুপ স্টেজের চ্যাম্পিয়ন্স লিগের ফর্ম্যাট বদলাতে চলেছে। ৩২-এর বদলে ৩৬ টিমের লিগ করার সিদ্ধান্ত নিতে চলেছে উয়েফা। তা নিয়ে কিন্তু বিতর্ক কম নেই। কিন্তু উয়েফা এ বার চ্যাম্পিয়ন্স লিগের ফর্ম্যাট বদলাতে মরিয়া। সময়ের সঙ্গে সঙ্গে যাতে টুর্নামেন্টের উত্তেজনা অটুট থাকে, সেই কারণেই এই মনোভাব।

আরও পড়ুন : Sourav Ganguly: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সৌরভ