WAL vs ENG, Live Streaming: জেনে নিন কখন, কীভাবে দেখবেন বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচ
Wales vs England, FIFA world Cup 2022 Live Match Score: গ্রুপ-বি-এর তৃতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি ওয়েলস ও ইংল্যান্ড।
দোহা: শুরু হয়ে গিয়েছে কাতার বিশ্বকাপ। ১৮ নভেম্বর অবধি গোটা বিশ্ব ডুবে থাকবে কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022)। দেশ-বিদেশের ফুটবল প্রেমীদের জন্য এ বারের বিশ্বকাপ আলাদা হতে চলেছে। করোনার পর এই প্রথম ফুটবল বিশ্বকাপ হচ্ছে। ধারা বদলে এ বার জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে শীতকালে। মোট ৩২ টি দল অংশ নিয়েছে এ বারের বিশ্বকাপে। আগামীকাল রয়েছে ওয়েলস (Wales) ও ইংল্যান্ডের (England) ম্যাচ। ওই দিন একই সময়ে রয়েছে ইরান বনাম মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচটিও। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন ও কীভাবে দেখবেন বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচ। উল্লেখ্য, গ্রুপ-বি-তে রয়েছে ওয়েলস বনাম ইংল্যান্ড। এই গ্রুপের শীর্ষে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েলস। এই নিয়ে মাত্র দ্বিতীয় বার বিশ্বকাপে অংশ নিয়েছে ওয়েলস। অন্যদিকে ইংল্যান্ড এই নিয়ে ১৫ বার বিশ্বকাপের মঞ্চে নেমেছে।
এ বারের ফুটবল বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটি কবে হবে?
এ বারের ফুটবল বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটি আগামীকাল বুধবার (৩০ নভেম্বর) হবে।
কাতার বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটি আহমেদ বিন আলি স্টেডিয়ামে হবে।
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে কাতার বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি বিশ্বকাপে ওয়েলস বনাম ইংল্যান্ডের ম্যাচটির লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড —
গোলরক্ষক- জর্ডন পিকফোর্ড, অ্যারন ব়্যামসডেল, নিক পোপ
ডিফেন্ডার- কায়রন ট্রিপিয়ার, ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড, কাইল ওয়াকার, বেন হোয়াইট, হ্যারি ম্যাগুয়ের, জন স্টোনস, এরিক ডায়ার, কনর কোডি, লুক শ
মিডফিল্ডার- ডেক্লান রাইস, জুড বেলিংহ্যাম, কেলভিন ফিলিপস, জর্ডন হেন্ডারসন, কনর গ্যালাঘার, মেসন মাউন্ট
ফরোয়ার্ড- হ্যারি কেন, ক্যালাম উইলসন, মার্কাস ব়্যাশফোর্ড, রহিম স্টার্লিং, বুকায়ো সাকা, ফিল ফডেন, জ্যাক গ্রিলিশ, জেমস ম্যাডিসন