Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Luka Modric: স্ত্রী যখন এজেন্ট, ঘরে-বাইরে লুকার রাশ ভানিয়ার হাতে

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ বর্তমানে ব্যস্ত কাতার বিশ্বকাপে। এটাই লুকার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। ক্রোট দলের গুরুত্বপূর্ণ সদস্য অধিনায়ক লুকা। তাঁর সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর স্ত্রী ভানিয়া বসনিচের। চেনেন লুকার স্ত্রীকে?

| Edited By: | Updated on: Nov 29, 2022 | 6:30 AM
ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ (Luka Modric) বর্তমানে ব্যস্ত কাতার বিশ্বকাপে (Qatar 2022)। এটাই লুকার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। ক্রোট দলের গুরুত্বপূর্ণ সদস্য অধিনায়ক লুকা। তাঁর সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর স্ত্রী ভানিয়া বসনিচের (Vanja Bosnic)। চেনেন লুকার স্ত্রীকে? (ছবি-টুইটার)

ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ (Luka Modric) বর্তমানে ব্যস্ত কাতার বিশ্বকাপে (Qatar 2022)। এটাই লুকার কেরিয়ারের শেষ বিশ্বকাপ। ক্রোট দলের গুরুত্বপূর্ণ সদস্য অধিনায়ক লুকা। তাঁর সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর স্ত্রী ভানিয়া বসনিচের (Vanja Bosnic)। চেনেন লুকার স্ত্রীকে? (ছবি-টুইটার)

1 / 5
ভানিয়া বসনিচ লুকার স্ত্রী হওয়ার পাশাপাশি তাঁর এজেন্টও। ফলে ঘরে-বাইরে লুকার রাশ রয়েছে তাঁর সুন্দরী-বুদ্ধিমান স্ত্রীর হাতেই। (ছবি-টুইটার)

ভানিয়া বসনিচ লুকার স্ত্রী হওয়ার পাশাপাশি তাঁর এজেন্টও। ফলে ঘরে-বাইরে লুকার রাশ রয়েছে তাঁর সুন্দরী-বুদ্ধিমান স্ত্রীর হাতেই। (ছবি-টুইটার)

2 / 5
লুকার স্ত্রী ভানিয়া বসনিচ তাঁর থেকে বয়সে বড়। লুকার বয়স এখন ৩৭ বছর। তাঁর স্ত্রী ভানিয়া লুকার থেকে তিন বছরের বড়। (ছবি-টুইটার)

লুকার স্ত্রী ভানিয়া বসনিচ তাঁর থেকে বয়সে বড়। লুকার বয়স এখন ৩৭ বছর। তাঁর স্ত্রী ভানিয়া লুকার থেকে তিন বছরের বড়। (ছবি-টুইটার)

3 / 5
 এই জুটির প্রথম সাক্ষাৎ ২০০৭ সালে। লুকা ও ভানিয়ার যখন দেখা হয়েছিল তখন ভানিয়া প্রাক্তন ডায়নামো জাগ্রেব নির্বাহী পরিচালক জেড্রাভকো ম্যামিকের ক্রীড়া সংস্থায় কাজ করছিলেন। (ছবি-টুইটার)

এই জুটির প্রথম সাক্ষাৎ ২০০৭ সালে। লুকা ও ভানিয়ার যখন দেখা হয়েছিল তখন ভানিয়া প্রাক্তন ডায়নামো জাগ্রেব নির্বাহী পরিচালক জেড্রাভকো ম্যামিকের ক্রীড়া সংস্থায় কাজ করছিলেন। (ছবি-টুইটার)

4 / 5
২০১০ সালে জাগ্রেবে লুকা ও ভানিয়ার বিয়ে হয়। এর পর ভানিয়া লুকার এজেন্ট হিসেবে কাজ করা শুরু করেন। ২০১২ সালে লুকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় চুক্তি করার পেছনে ছিলেন তাঁর স্ত্রী ভানিয়া। লুকা ও ভানিয়ার তিন সন্তান রয়েছে। তাঁদের ছেলের নাম ইভানো। দুই মেয়ের নাম এমা ও সোফিয়া। (ছবি-লুকা মদ্রিচ ইন্সটাগ্রাম)

২০১০ সালে জাগ্রেবে লুকা ও ভানিয়ার বিয়ে হয়। এর পর ভানিয়া লুকার এজেন্ট হিসেবে কাজ করা শুরু করেন। ২০১২ সালে লুকার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় চুক্তি করার পেছনে ছিলেন তাঁর স্ত্রী ভানিয়া। লুকা ও ভানিয়ার তিন সন্তান রয়েছে। তাঁদের ছেলের নাম ইভানো। দুই মেয়ের নাম এমা ও সোফিয়া। (ছবি-লুকা মদ্রিচ ইন্সটাগ্রাম)

5 / 5
Follow Us: