Bangla News » Photo gallery » Germany skipper Manuel Neuer Achieves Major FIFA World Cup Milestone
Manuel Neuer: বিশ্বকাপে মাইলস্টোন জার্মান দুর্গের শেষ প্রহরীর
TV9 Bangla Digital | Edited By: Tithimala Maji
Updated on: Nov 28, 2022 | 6:01 PM
আল বায়াত স্টেডিয়ামে রবিবার স্পেনের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র করেছে জার্মানি। কাতার বিশ্বকাপে বেঁচে রয়েছে জার্মানদের স্বপ্ন। এদিকে ওই ম্যাচেই গোলরক্ষকদের তালিকায় রেকর্ড গড়ে ফেললেন অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ের।
Nov 28, 2022 | 6:01 PM
আল বায়াত স্টেডিয়ামে রবিবার স্পেনের বিরুদ্ধে ম্যাচ ১-১ ড্র করেছে জার্মানি। কাতার বিশ্বকাপে বেঁচে রয়েছে জার্মানদের স্বপ্ন। এদিকে ওই ম্যাচেই গোলরক্ষকদের তালিকায় রেকর্ড গড়ে ফেললেন অধিনায়ক ম্যানুয়েল ন্যুয়ের।(ছবি:টুইটার)
1 / 5
জার্মানির এই অভিজ্ঞ গোলকিপার ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথমবার অংশ নেন। সে বার জার্মানি সেমিফাইনালে স্পেনের কাছে হেরে গিয়েছিল। কাকতালীয়ভাবে আল বায়াত স্টেডিয়ামে রবিবারের ম্যাচ ছিল স্পেনের বিরুদ্ধে। যেটি তাঁর বিশ্বকাপে খেলা ১৮তম ম্যাচ। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলকিপারের তালিকায় উঠে এসেছেন ন্যুয়ের।(ছবি:টুইটার)
2 / 5
ন্যুয়েরের পাশাপাশি গোলকিপার হিসেবে ১৮টি বিশ্বকাপ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রাজিলের ক্লডিও টাফারেল এবং জার্মানির সেপ মেয়ারের। ন্যুয়েরের এটি চতুর্থ বিশ্বকাপ। জার্মানির হয়ে খেলা অন্য কোনও গোলকিপারের এই নজির নেই।(ছবি:টুইটার)
3 / 5
দীর্ঘদিন ধরে জার্মানির জাতীয় দলের মুখ ম্যানুয়েল ন্যুয়ের। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন।(ছবি:টুইটার)
4 / 5
বিশ্বকাপ শুরু আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অনুরাগীদের অবাক করে দেন ন্যুয়ের। ত্বকের ক্যান্সারে ভুগছিলেন তিনি। তিনবার অস্ত্রোপচারের টেবলে যেতে হয়েছে। তারপরও তাঁর চতুর্থতম বিশ্বকাপ খেলা আটকায়নি। (ছবি:টুইটার)