Indian Football: সুপ্রিম রায়ে স্বস্তি কল্যাণের, আইএসএল নিয়ে আপডেট দিলেন প্রেসিডেন্ট
Indian Football News: কাজ চালিয়ে যেতে পারবে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি। পরের বছরই হবে নির্বাচন। তবে চার সপ্তাহের মধ্যে ফেডারেশনের নতুন সংবিধান কার্যকর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটির কাছে অবশ্যই যা চ্যালেঞ্জ।

সুপ্রিম রায়ে স্বস্তি কল্যাণের। আপাতত ফেডারেশন সভাপতি পদে থাকছেন কল্যাণ চৌবেই। এখনই নির্বাচনের প্রয়োজন নেই। শুক্রবার জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। শুধু কল্যাণ নয়, কার্যকরী কমিটিতেও এই মুহূর্তে বদলের নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সামনের বছর মেয়াদ ফুরোচ্ছে এই কমিটির। ২০২৬ পর্যন্ত ফেডারেশনে কাজ চালিয়ে যেতে পারবে কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটি। পরের বছরই হবে নির্বাচন। তবে চার সপ্তাহের মধ্যে ফেডারেশনের নতুন সংবিধান কার্যকর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটির কাছে অবশ্যই যা চ্যালেঞ্জ।
ভারতীয় ফুটবলের আশা, সুপ্রিম কোর্টের এই রায়ে ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটতে পারে। এদিকে দেশের ফুটবলের উপর ঝুলছে ফিফার নির্বাসনের খাড়া। ৩০ অক্টোবরের মধ্যে সংবিধান সংশোধন না হলে ফিফার নির্বাসনের কবলে পড়তে হবে ফেডারেশনকে। ২০২২ সালে ফেডারেশনের সংবিধান সংশোধনের খসড়া আদালতে জমা দেওয়া হলেও তা কার্যকর হয়নি। অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দিয়েছে পিএস নরসিমহা ও চন্দুরকরের বেঞ্চ।
ফেডারেশন সভাপতি জানিয়েছেন, ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে পুরোদমে কাজ চলছে। দ্রুতই সমস্য়ার সমাধান হবে, এই বিষয়ে আশ্বাস দিয়েছেন ফেডারেশন সভাপতি। কল্য়াণ চৌবের কথায়, ‘আমরা পুরোদমে চেষ্টা করছি। ৩১ মে-র মধ্যে লিগ শেষ করতে হবে। সেই অনুযায়ী হিসেব কষে এগোতে চাইছি। কন্টিনেন্টাল টুর্নামেন্টে খেলার জন্য আইএসএল টিমগুলির অন্তত ২৪টি ম্যাচ খেলতে হবে। আর তার জন্য নতুন পরিকাঠামো গড়তে হবে। কমার্শিয়াল পার্টনার এবং একটি প্রক্রিয়া মেনে চলতে হবে। সব বিষয় স্বচ্ছ রাখাটাই লক্ষ্য। সুতরাং, আমাদের সামনে অনেক কাজ। তবে এটুকু বলতে পারি ভাগ্য সাহসীদের সঙ্গেই থাকে।’
