BWF World Championships: শেষ ষোলোয় লক্ষ্য সেন, দ্বিতীয় রাউন্ডেই ইতি শ্রীকান্তর

শীর্ষবাছাই চেন কিং চেন-জিয়া ই ফান জুটির কাছে হার অশ্বিনী পোনাপ্পা-সিকি রেড্ডি জুটির।

BWF World Championships: শেষ ষোলোয় লক্ষ্য সেন, দ্বিতীয় রাউন্ডেই ইতি শ্রীকান্তর
Image Credit source: TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Aug 24, 2022 | 3:05 PM

টোকিও : ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ (World Championships)। প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন তরুণ ভারতীয় শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল লক্ষ্যকে। স্বপ্নের ফর্মে রয়েছেন। দেশের হয়ে থমাস কাপ জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে রুপো। সদ্য বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন লক্ষ্য সেন। পিভি সিন্ধু (PV Sindhu) চোটে ছিটকে যাওয়ায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের বড় ভরসা লক্ষ্য। এখনও অবধি দুটি ধাপই পার করলেন স্বপ্ন দেখিয়ে। স্পেনের লুই পেনালভাকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন লক্ষ্য। ম্যাচের ফল ২১-১৭, ২১-১০। শুরুতে ৩-৪ পিছিয়ে ছিলেন লক্ষ্য। পরপর ৬ পয়েন্ট নিয়ে ১৩-৭ লিড নেন। প্রথম গেমে কিছুটা লড়াই হলেও, দ্বিতীয় গেমে ২১-১০ এ সহজেই স্প্যানিশ প্রতিপক্ষকে হারালেন লক্ষ্য।

পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডেই হার ভারতের অভিজ্ঞ শাটলার কিদম্বি শ্রীকান্তর। গত সংস্করণে রুপো নিয়ে ফিরেছিলেন শ্রীকান্ত। এদিন স্ট্রেট গেমে হেরে বিদায় নিলেন। বিশ্বের ৩২ নম্বর ঝ্যাং জুন পেংয়ের কাছে কিদাম্বির হার ১৮-২১, ১৭-২১। মাত্র ৩৪ মিনিটেই হতাশা।

পুরুষদের ডাবলসে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল ভারতীয় জুটি। তেমনই দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গেল অশ্বিনী পোনাপ্পা-সিকি রেড্ডি জুটি। প্রতিযোগিতায় অবাছাই হিসেবে নেমেছিল অর্জুন রামচন্দ্রন-ধ্রুব কপিল জুটি। ডেনমার্কের কিম অস্ট্রাপ-অ্যান্ডার্স স্কারুপ রাসমুসেন জুটিকে হারাল তারা। দ্বিতীয় রাউন্ডে কপিলদের জয় ২১-১৭, ২১-১৬ ব্যবধানে। বৃহস্পতিবার প্রি-কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের হি ইয়ং কাই টেরি-লো কিন হিন জুটির বিরুদ্ধে খেলবেন কপিলরা। শীর্ষবাছাই চেন কিং চেন-জিয়া ই ফান জুটির কাছে হার অশ্বিনী পোনাপ্পা-সিকি রেড্ডি জুটির।

মেয়েদের ডাবলসে পূজা ডান্ডু-সঞ্জনা সন্তোষ জুটিও ছিটকে গেল। প্রতিযোগিতার তৃতীয় বাছাই কোরিয়ার লি সো হি-শিন সেয়ুং চান জুটির কাছে হার। মেয়েদের ডাবলসে বিদায় ত্রিশা জলি-গায়ত্রী গোপিচাঁদের। পার্লি টান-থিনা মুরলিথরন জুটির কাছে হার ৮-২১, ১৭-২১।